Prothomalo:
2025-04-16@01:45:54 GMT

আইসিএসবির নবম সমাবর্তন

Published: 23rd, February 2025 GMT

১৯ ফেব্রুয়ারি বনানীর শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হলো ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) নবম সমাবর্তন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো.

আবদুর রহিম খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান এ আয়োজনে সমাবর্তন বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস। প্রধান অতিথির বক্তব্যে লুৎফে সিদ্দিকী বলেন, ‘করপোরেট খাতে ও সরকারি পর্যায়ে চার্টার্ড সেক্রেটারিদের কাজ করার অমিত সম্ভাবনা আছে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

আরও পড়ুন৮ মাস প্রশিক্ষণ নিয়ে জাপানে চাকরির সুযোগ৭ ঘণ্টা আগে

বিশেষ অতিথি আহসান এইচ মনসুর তাঁর বক্তব্যে সমাবর্তন দিবসকে স্নাতকদের জীবনের একটি স্মরণীয় মুহূর্ত বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘অন্যান্য উন্নয়নশীল দেশের মতোই বাংলাদেশেও করপোরেট সুশাসনের জন্য এখনো আদর্শ পরিবেশ গড়ে ওঠেনি, যার অন্যতম প্রধান কারণ কর্মক্ষেত্রে সুশাসনের অভাব।’ তিনি আশা প্রকাশ করেন যে নবীন চার্টার্ড সেক্রেটারিরা দেশে করপোরেট সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সমাবর্তন বক্তৃতায় কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য রাখার পরামর্শ দেন নিয়াজ আহমেদ খান।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফেরদৌস ওয়াহিদ এবার উপস্থাপনায়

নতুন আরেকটি পরিচয়ে আসতে যাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ। উপস্থাপনা শুরু করেছেন তিনি। মঙ্গলবার ‘চেনা মুখ দুঃখ সুখ’ নামে এ অনুষ্ঠানের তিনটি পর্বের স্টুডিও অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। এর একটি পর্বে ছেলে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের সাক্ষাৎকার নিয়েছেন পপ গানের জনপ্রিয় শিল্পী। অন্য দুটি পর্বে অংশ নিয়েছেন হায়দার হোসেন ও আগুন।

‘চেনা মুখ দুঃখ সুখ’ অনুষ্ঠানের রেকর্ডিংয়ের ফাঁকে হায়দার হোসেন ও ফেরদৌস ওয়াহিদ।

সম্পর্কিত নিবন্ধ