নাসরুল্লাহ ও সাফিউদ্দিনের জানাজায় লাখো মানুষের ঢল
Published: 23rd, February 2025 GMT
লেবাননের হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং তার উত্তরসূরি সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের জানাজা অনুষ্ঠানে সমবেত হয়েছেন অঞ্চলের লাখ লাখ শোকাহত মানুষ। গত বছর ইহুদিবাদী ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর এই দুই শীর্ষ নেতাকে শহীদ করে।
জানাজায় অংশ নিতে বিশ্বব্যাপী শোকাহতরা রবিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টায় (গ্রিনিচ মান সময় ৭টায়) বৈরুত স্টেডিয়াম (ক্যামিলে চামুন স্পোর্টস সিটি স্টেডিয়াম) এবং দক্ষিণ বৈরুতের নিকটবর্তী রাস্তায় সমবেত হন।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ ইরান সরকারের প্রতিনিধিরা এবং বেসরকারি নাগরিকরা জানাজায় উপস্থিত রয়েছেন।
আরো পড়ুন:
ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার হুমকি ইরানের
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল
বিশাল এই অনুষ্ঠানের অংশ হিসেবে বৈরুতের রাস্তাগুলো দুই শহীদের পাশাপাশি ইরানের প্রয়াত সন্ত্রাসবিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ছবি দিয়ে সজ্জিত করা হয়েছে। ব্যানারে লেখা রয়েছে, ‘আমরা প্রতিশ্রুতিতে অটল থাকব।’
রবিবার বৈরুতের দক্ষিণ উপশহর বুর্জ আল-বারাজনে নাসরুল্লাহকে দাফন করা হবে এবং সোমবার সাফিউদ্দিনকে তার নিজ শহর দেইর কানুন আল-নাহরে দাফন করা হবে।
তথ্যসূত্র: ইরনা
ঢাকা/হাসান/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিসি বাংলোর পুকুরে মিললো শতাধিক বস্তা ব্যালট
নাটোর শহরের পুরাতন ডিসি বাংলোর পাশে পুকুরে অস্ত্র খুজতে গিয়ে বাংলোর ভেতরে পুঁতে রাখা শতাধিক বস্তা ব্যবহৃত ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়।
নাটোর জেলা প্রশাসনের মেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম সমকালকে বলেন, ‘বস্তা ভর্তি ব্যালট পেপার পুঁতে রাখার ঘটনার খবর পেয়ে পুরাতন ডিসি বাংলোতে আসি। সেখানে মাটি খুঁড়ে শতাধিক বস্তা ব্যালট পেপার উদ্ধার করি।’
তিনি আরও জানান, এই ব্যালট পেপারগুলো গত সংসদ নির্বাচনে ব্যবহৃত হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ৬ মাস পর্যন্ত এই ব্যালট পেপারগুলো ট্রেজারিতে জমা থাকে। পরবর্তীতে কোনো মামলা মোকাদ্দমা না হলে ব্যালটগুলো ধ্বংস করা বা অন্যত্র সরিয়ে ফেলা হয়। এরই অংশ হিসেবে ট্রেজারিতে পর্যাপ্ত জায়গা না থাকায় পুরাতন ডিসি বাংলোর পরিত্যাক্ত ভবনে রাখা হয়। কিন্তু কে বা কারা এই ব্যালট বাক্সগুলো সেই গুদাম থেকে বের করে মাটি পুতে রাখে।
সেখানে কোনো প্রহরা ছিল কি-না এমন প্রশ্নের জবাবে এনডিসি জানান, সেখানে একজন নাইটগার্ড আছে। কিন্তু তাকে এ বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।
গতকাল ডিসি বাংলোর পাশের পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এরসঙ্গে কোনো জোগসাজশ আছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি জানান, আমি ঠিক জানি না- এর সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
এদিকে স্থানীয় পুলিশ প্রশাসন সুত্রে জানা যায়, ডিসি ডাক বাংলোর পাশের তালাব পুকুর থেকে অস্ত্র উদ্ধারের জন্য পানি সেচ দেওয়ার পরিকল্পনা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার বড়শি ফেলে মাছ ধরার সময় পরিত্যক্ত অবস্থায় চারটা শটগানসহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।