লেবাননের হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং তার উত্তরসূরি সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের জানাজা অনুষ্ঠানে সমবেত হয়েছেন অঞ্চলের লাখ লাখ শোকাহত মানুষ। গত বছর ইহুদিবাদী ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর এই দুই শীর্ষ নেতাকে শহীদ করে।

জানাজায় অংশ নিতে বিশ্বব্যাপী শোকাহতরা রবিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টায় (গ্রিনিচ মান সময় ৭টায়) বৈরুত স্টেডিয়াম (ক্যামিলে চামুন স্পোর্টস সিটি স্টেডিয়াম) এবং দক্ষিণ বৈরুতের নিকটবর্তী রাস্তায় সমবেত হন।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ ইরান সরকারের প্রতিনিধিরা এবং বেসরকারি নাগরিকরা জানাজায় উপস্থিত রয়েছেন।

আরো পড়ুন:

ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার হুমকি ইরানের

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল

বিশাল এই অনুষ্ঠানের অংশ হিসেবে বৈরুতের রাস্তাগুলো দুই শহীদের পাশাপাশি ইরানের প্রয়াত সন্ত্রাসবিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ছবি দিয়ে সজ্জিত করা হয়েছে। ব্যানারে লেখা রয়েছে, ‘আমরা প্রতিশ্রুতিতে অটল থাকব।’

রবিবার বৈরুতের দক্ষিণ উপশহর বুর্জ আল-বারাজনে নাসরুল্লাহকে দাফন করা হবে এবং সোমবার সাফিউদ্দিনকে তার নিজ শহর দেইর কানুন আল-নাহরে দাফন করা হবে। 

তথ্যসূত্র: ইরনা

ঢাকা/হাসান/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চুরির অপবাদে যুবককে গাছে বেঁধে নির্যাতন, শরীরে আগুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চুরির অপবাদে এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের পর শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত ওই যুবককে নির্যাতন করা হয় বলে অভিযোগ।

ভুক্তভোগীর নাম বজলু ফারাজী (৩৫)। তিনি উপজেলার কুমারী ফারাজীপাড়ার পচা ফারাজীর ছেলে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে পুলিশে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত ৩টার দিকে স্থানীয় কালু নামের এক ব্যক্তি প্রকৃতির ডাকে সারা দিতে উঠলে বজলুকে পার্শ্ববর্তী একটি বাড়িতে ম্যাক্সির কাপড় চুরি করতে দেখেন। এসময় তিনি বজলুকে পেছন থেকে ধরে ফেলেন। পরে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এসে বজলুকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। একপর্যায়ে অজ্ঞাত এক ব্যক্তি বজলুর শরীরে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে পুলিশে দেন।

আরো পড়ুন:

কুয়েটের সাবেক ভিসি-প্রোভিসিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ইউএনওর সামনে কর্মচারীদের মারধরের অভিযোগ

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘‘চুরির অপবাদে স্থানীয় জনতার হাতে আটক ও নির্যাতনের শিকার যুবক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ