ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন এরকম সরগোল তুলে দলবদলের প্রক্রিয়াও সম্পন্ন করে ফেলেছিলেন সাকিব আল হাসান। শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে তাকে লুফে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু আলোচনা থেকেই যাচ্ছিল, মামলা ও গ্রেফতারি পরোয়ানায় থাকা সাকিব কি দেশে ফিরবেন?
২৪ ঘণ্টা যেতে না যেতেই বাস্তবতার মুখোমুখি সাকিব। নিজের সিদ্ধান্ত থেকে সরে এসে জানিয়ে দিয়েছেন, তার দলবদল স্থগিত করতে। গতকাল অনলাইনে দলবদল করে নেওয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন পুরো প্রক্রিয়া বাতিল করতে লিজেন্ডস অব রূপগঞ্জ চিঠি দিয়েছে ঢাকা লিগের আয়োজক সিসিডিমকে।
দলটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু মিরপুরে গণমাধ্যমে বলেছেন, ‘‘সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলানোর জন্য দলবদল প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। কিন্তু আজকে সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের অনুরোধ করেছেন তার দলবদলটা স্থগিত রাখার জন্য। সিসিডিএমকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। সাকিবের অনুরোধের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার আবেদনটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। তিনি বলেছেন, যখনই দেশে আসতে পারেন.
আরো পড়ুন:
সাকিবকে দলে ভিড়িয়ে আলোচনায় রূপগঞ্জ
‘যারা আছে তারা যোগ্য’- সাকিবের না থাকার মন্তব্যে লিপু
ক্ষমতার পালাবদলের পর সাকিবের দেশে ফেরা এবং খেলায় অংশ নেওয়ার পদক্ষেপ তৃতীয়বারের মতো আটকে গেল। প্রথমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে নিজের শেষ ম্যাচ মিরপুরে খেলতে চেয়েছিলেন। এজন্য দুবাই পর্যন্ত চলেও এসেছিলেন। কিন্তু সরকার থেকে অনুমতি না পাওয়ায় তার দেশে ফেরা হয়নি। এরপর বিপিএলেও খেলতে পারেননি চিটাগং কিংসের হয়ে। এবারও তার ফেরা আটকে গেল।
রাজনৈতিক কারণে তার খেলা নিয়ে সংশয় ছিল। যদিও লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেছিলেন, ‘‘আমরা রাজনীতিবিদ সাকিবকে নেইনি। খেলোয়াড় সাকিবকে নিয়েছি। ও যদি খেলতে না পারে তাহলে ওকে আমরা নেব কেন?’’ কিন্তু একদিন না যেতেই সাকিবকে পাওয়ার সব আশায় গুড়েবালি।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ক ব আল হ স ন আম দ র
এছাড়াও পড়ুন:
ডিপিএলে সাকিবের নাম, দেশে ফিরছেন টাইগার অলরাউন্ডার?
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ওয়ানডে প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হচ্ছে ৩ মার্চ। টুর্নামেন্ট শুরুর আগে আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। শনিবার (২২ ফেব্রুয়ারি) দলবদলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন তিনি। এরপর থেকেই প্রশ্ন উঠছে— তবে কি দেশে ফিরছেন এই তারকা অলরাউন্ডার?
রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এখনো দেশে ফেরেননি সাকিব। গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন এবং সেই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা করেছিলেন তিনি। তবে নিরাপত্তা শঙ্কার কারণে সেটি সম্ভব হয়নি। এরপর ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেললেও এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে।
সাকিবের দেশে ফেরার অনিশ্চয়তার সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু বিতর্ক। বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে ফেরেননি তিনি। পাশাপাশি তার বিরুদ্ধে রাজনৈতিক পরিস্থিতির জেরে একাধিক মামলা হয়েছে, এমনকি জারি করা হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানাও।
অন্যদিকে, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে অন্তর্ভুক্তির সম্ভাবনা থাকলেও বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ায় সেটি বাস্তবায়িত হয়নি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে বোলিং পরীক্ষায় দু’বার ব্যর্থ হওয়ায় তাকে শুধু ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়। তবে নির্বাচকরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে রাখেননি।
এতসব ঘটনার পরও ডিপিএলের দলবদলে সাকিবের নাম লেখানো নতুন আলোচনার জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত তিনি দেশে ফিরে টুর্নামেন্টে অংশ নেন কি না, সেটিই এখন দেখার বিষয়।