Risingbd:
2025-02-23@17:04:07 GMT

আজ মেহজাবীন-রাজীবের গায়েহলুদ

Published: 23rd, February 2025 GMT

আজ মেহজাবীন-রাজীবের গায়েহলুদ

গুঞ্জন সবসময়ই গুঞ্জন নয়, কখনো কখনো তা বাস্তবেও রূপ নেয়। তার অকাট্য প্রমাণ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। প্রেমের গুঞ্জনকে সত্য প্রমাণ করে আজ বসছেন গায়েহলুদের আসরে।

রাজধানীর অদূরে একটি রিসোর্টে এ জুটির গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়, চলবে সন্ধ্যা পর্যন্ত।

জানা যায়, গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে আড়াই শ অতিথি আমন্ত্রিত। গায়েহলুদের অনুষ্ঠানে মেহজাবীন পরেন লেহেঙ্গা আর আদনান পরেছেন পাঞ্জাবি-পায়জামা। তবে মুঠোফোনে ছবি তোলা বারণ বলে জানা গেছে।

আরো পড়ুন:

মেহজাবীনের বিয়ে: আদনান আল রাজীবকে কতটা জানেন?

সেই নির্মাতাকে বিয়ে করছেন মেহজাবীন চৌধুরী!

মেহজাবীনের গায়েহলুদের অনুষ্ঠানে একঝাঁক তারকা উপস্থিত রয়েছেন। আমন্ত্রিত অতিথিরা জানিয়েছেন, আজ বেলা ১১টার পর থেকে ভেন্যুতে মেহজাবীন ও আদনানের পরিবারের লোকজন যাওয়া শুরু করেন। আজ সন্ধ্যার দিকে মেহজাবীন ও আদনানের গায়েহলুদ অনুষ্ঠান শেষ হবে। আগামীকাল সোমবার একই ভেন্যুতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

মেহজাবীন-আদনানের গায়েহলুদের অনুষ্ঠানে উপস্থিত তারকাদের মধ্যে রয়েছেন— নির্মাতা রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হজ ব ন চ ধ র ট ভ ন টক গ য় হল দ র র গ য় হল দ ম হজ ব ন আদন ন

এছাড়াও পড়ুন:

পাকিস্তানের কি কোনো সুযোগ আছে? নাকি বিদায় ঘণ্টা বেজে গেছে?

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। ২৯ বছর পর তারা আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করল। এটা নিয়ে তাদের উচ্ছ্বাস আর উদ্দীপনার কোনো কমতি ছিল না। কিন্তু মাঠের পারফরম্যান্সে তারা ছন্নছাড়া। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৬০ রানের ব্যবধানে হারার পর রোববার (২৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। তাতে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। তবে যদি-কিন্তুর মারপ্যাচে এখনও নিভু নিভু করে কিছু সম্ভবনা জেগে আছে তাদের।

সেক্ষেত্রে তাদেরকে নির্ভর করতে হবে বাংলাদেশ ও ভারতের ওপর। বাংলাদেশ ও ভারত যদি তাদের পরবর্তী দুই ম্যাচে নিউ জিল্যান্ডকে বড় ব্যবধানে হারায় এবং পাকিস্তান তাদের শেষ ম্যাচে যদি বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জয় পায় তাহলে এই অবস্থা থেকেও শেষ চারে জায়গা করে নিতে পারবে তারা। সেক্ষেত্রে বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও পাকিস্তানের পয়েন্ট হবে সমান ২ করে। কিন্তু বড় ব্যবধানে হারায় নিউ জিল্যান্ড ও বাংলাদেশ নেট রান রেট পিছিয়ে থাকবে। পাকিস্তান তাতে এগিয়ে থেকে যাবে সেমির পথে এগিয়ে।

তবে সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউ জিল্যান্ড যদি বাংলাদেশকে হারায় তাহলে এক ম্যাচ আগেই আয়োজক পাকিস্তানকে দর্শক হয়ে যেতে হবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে।

আরো পড়ুন:

১৪ হাজারে দ্রুততম কোহলি

‘তিনশর বেশি রান করার ক্ষমতা আছে শান্তদের’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ