ইবি শাখা ছাত্রদলের ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
Published: 23rd, February 2025 GMT
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্যোগ নিয়েছে শাখা ছাত্রদল।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর এলাকায় কর্মসূচির প্রথমদিনে পরিচ্ছন্নতার অভিযান শুরু করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ প্রমুখ।
কর্মসূচির শুরুতে তারা শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন। পরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা ক্যাম্পাসের ঝাল চত্বর, মুক্ত বাংলা, প্রধান ফটক, ডায়না চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ করেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “নিরাপদ ক্যম্পাসই ছাত্রদলের অঙ্গীকার। নিজেকে ও পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি। এতে ছাত্রদলের নেতা-কর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আমরা দুই দিনব্যাপী এ কর্মসূচি হাতে নিয়েছি। ভবিষ্যতেও আমরা ক্যাম্পাসকে পরিচ্ছন্ন করতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।”
তিনি বলেন, “পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে ডাস্টবিন ব্যবহার করতে দিয়েছেন, আমরা সবাই যেন তার যথাযথ ব্যবহার করি। খুব শীঘ্রই আমরা ছাত্রদলের পক্ষ থেকেও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করব।
ঢাকা/তানিম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র
এছাড়াও পড়ুন:
সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭
ঢাকার সাভারের হেমায়েতপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের নালিয়াসুর এলাকার নায়েব আলীর একতলা বাড়ির একটি কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. সোলায়মান (১৪), সুজাত মোল্লা (২৬), মো. জিসান (২০), মোছা. হালিমা (৪২), মোছা. শিল্পী (৩৫), মোছা. আমেনা (৬০) ও মো. সজিব (৮)।
প্রত্যক্ষদর্শী মো. আকাশ বলেন, বাড়ির মালিকের স্ত্রী আমেনা বেগম কক্ষ তালাবদ্ধ করে সন্ধ্যার আগে বাইরে যান। এসময় পাশের ভাড়াটিয়ারা কক্ষের ভেতর থেকে গ্যাস লিকেজ টের পেয়ে আমেনা বেগমকে মুঠোফোনে বিষয়টি জানালে তিনি দরজা ভেঙে ফেলতে বলেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে গেলে হাতুড়ির আঘাতে দরজার লোহায় সৃষ্ট স্পার্ক থেকে মুহূর্তে আগুন ধরে যায়। এতে বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার। এসময় আগুনে এক শিশু ও তিন নারীসহ সাতজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়াও রোববার ভোরে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।