নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বারদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে বিবাহিত বনান অবিবাহিতদের এক প্রীতি  ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার সময় বারদী ইউনিয়নে ৭নং ওয়ার্ডে মিল্কী বাড়ির খেলার মাঠে এ প্রীতি অনুষ্ঠিত হয়ছে।

বারদী ইউনিয়ব ৭নং ওয়ার্ডের সমাজ সেবক হাবিবুর রহমান মিল্কীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো:ওয়াহিদুর রহমান মিল্কী। 

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আন্দবাজার মুজাহিদুল ইসলাম বকুল।বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ পৌরসভা গণঅধিকার পরিষদের আহবায়ক উলফত কবির মাষ্টার, আবু হানিফ,সামসুল ইসলাম,বারদী ৭ নং ওয়ার্ড যুবসমাজের আহবায়ক রিপন রায়হান,সদস্য সচিব আসলাম

বারদী ৭নং ওয়ার্ড যুবসমাজের আয়োজনে খেলায় অংশ গ্রহন করেন বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ।

খেলায়  উভয় বিবাহিত একাদশ২ -১অবিবাহিতর একাদশ গোল করে। খেলা শেষ ০২  গোল করে বিবাহিত একাদশ জয় লাভ করেন।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও ২৪ ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশন অতিথিরা তুলে দেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ফ টবল ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সেনাবাহিনী ভূমিকা না রাখলে অভ্যুত্থান সফল হতো না: রাশেদ খাঁন

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করার চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। আজ সোমবার যশোর শহরের একটি রেস্তোরাঁয় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যদি সেনাবাহিনী ভূমিকা না রাখতো, তাহলে অভ্যুত্থান সফল হতো না। যখন সেনাবাহিনীর বন্দুকের নল আওয়ামী লীগে দিকে, ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করেছিল তখনই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এখন সেই সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করার চক্রান্ত শুরু হয়েছে।

যারা সেনাপ্রধানকে সরানোর ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, একটি পক্ষ সেনাবাহিনীকে উস্কানি দিয়ে এক-এগারো তৈরির চক্রান্ত করছে। জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ করা হচ্ছে। এই চক্রান্তের সঙ্গে দেশীয় ও বিদেশি চক্রান্তকারীরা জড়িত। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। এই সেনাবাহিনীকে শেখ হাসিনা বিতর্ক করেছে। তাই সেনাপ্রধানকে বলব, সেনাবাহিনীতে সংস্কারের প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, এই সরকারের দায়িত্ব অনেক। এই সরকার যদি গণহত্যার বিচার সঠিকভাবে না করতে পারে; তাহলে গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারে, তাহলে দুই হাজার শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। এই মুহূর্তে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তারপরে এই দল কোনোভাবেই আর রাজনীতি করতে পারে না। কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না। সুতরাং আমাদের স্পৃষ্ট কথা, আমরা যারা রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, এই ফ্যাসিবাদ আন্দোলন করেছি তাদরে বক্তব্য হলো,  আওয়ামী লীগ আগামী নির্বাচন কেন, আওয়ামী লীগ বাংলার মাটিতে আর নির্বাচনে অংশ নিতে পারবে না। এই ব্যাপারে জাতীয় ঐকমত দরকার। ঐকমত যদি না থাকে, তাহলে আওয়ামী লীগ ফিরে এসে আমাদের কাউকেই রেহায় দেবে না। আওয়ামী লীগ সবাইকে ফাঁসিতে ঝোলাবে। তাই এই সরকারকে জাতীয় সংলাপের আয়োজন করতে হবে। যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের ডাকতে হবে। তিনি তা না করে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি বিভিন্ন রাজনৈতিক দলের উপর দায় চাপাচ্ছেন। তিনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না, তিনি কি আন্তর্জাতিক চাপের কারণেই নিষিদ্ধ করতে পারছে না?’

গণঅধিকার পরিষদের জেলা সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, গণঅধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • সাত-আট মাস পর জাতীয় নির্বাচনের প্রত্যাশা নুরের
  • খুলনায় ভিপি নুরসহ ৬ নেতার বিরুদ্ধে ২ মামলা
  • ‘সেনাবাহিনী ভূমিকা না রাখলে গণঅভ্যুত্থান সফল হত না’
  • নুরসহ গণঅধিকার পরিষদের ৬ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা দুই মামলা
  • নুরসহ গণঅধিকার পরিষদের ৫ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা দুই মামলা
  • নুরসহ গণঅধিকার পরিষদের ৫ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা দুই মামলা
  • সেনাবাহিনী ভূমিকা না রাখলে অভ্যুত্থান সফল হতো না: রাশেদ খাঁন
  • সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি নিঃসন্দেহে উদ্দেশ্য প্রণোদিত: নুরুল হক
  • আগামী ১০ বছর জাতীয় ঐক্য ধরে রাখতে হবে : নূর