ড্রয়ের পর আমোরিম ইউনাইটেডকে ‘দুর্বল’ বললেন
Published: 23rd, February 2025 GMT
ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষে তখন যোগ করা সময়ের ৫ মিনিটের খেলা চলছে। এই সময় এভারটন পেনাল্টি পায়। ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের ডি-বক্সের ভেতর ফেলে দেন অ্যাশলি ইয়াংকে। তবে ভিএআর চেক করে পেনাল্টির সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন রেফারি অ্যান্ড্রু ম্যাডলি। এই সিদ্ধান্তে স্বাগতিক এভারটন দর্শকরা হতাশ হয়ে পড়েন, কারণ নিশ্চিত জয় যে হাতছাড়া হলো!
ঘরের মাঠ গডিসন পার্কে শনিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৫) ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষমেশ ২-২ গোলের ড্রয়ে শেষ করে এভারটন। অথচ রেড ডেভিলদের বিপক্ষে বেশিরভাগ সময়ই ২-০ গোলে পিছিয়ে ছিল।
এভারটন ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। ম্যাচের ১৯ মিনিটে ইউনাইটেডের দুর্বল ডিফেন্ডিংয়ের সুযোগে পর্তুগিজ বেতো গোল করে এগিয়ে দেন এভারটনকে। এরপর ৩৩ মিনিটে আবদুলায়ে ডুকুর ব্যবধান দ্বিগুণ করেন।
আরো পড়ুন:
অতিরিক্ত ১১ মিনিট পেয়ে মেসির মিয়ামির গোল, দেখলেন রোনালদোর সিউ!
কোচ পিওলির বিষ্ময়কর সিদ্ধান্তে হারল রোনালদোরা
বিরতির পর ইউনাইটেডের খেলার ধার বাড়ে। ম্যাচের ৭২ মিনিটে দলটির অধিনায়ক অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস ফ্রি-কিক থেকে এক গোল পরিশোধ করেন। ম্যাচের ৮০ মিনিটে উরুগুয়ান ডিফেন্সিম মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তে একটি দুর্দান্ত শটে ২-২ সমতায় ফেরান দলকে।
২৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে অবস্থান করছে ম্যান ইউনাইটেড। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে অবস্থান করছে এভারটন। ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবারের মতো এত ম্যাচ পর ম্যানইউর উপরে অবস্থান করছে এভারটন। রেড ডেভিলরা সবশেষ ১২টি লিগ ম্যাচের ৮টিতে পরাজিত হয়েছে।
এদিকে, ম্যাচ শেষ সময় ম্যান ইউনাইটেড কোচ পর্তুগিজ কোচ দলের পারফরম্যান্স নিয়ে বেশ হতাশ। তিনি বলেন, “আমরা প্রথমার্ধে একেবারে অস্তিত্বহীন ছিলাম। আমাদের তিন পয়েন্ট দরকার ছিল, কিন্তু আমরা সে লক্ষ্য অর্জন করতে পারিনি। আমরা বল হারাচ্ছিলাম এবং যা করা দরকার ছিল, তা করছি না। আমরা খুব দুর্বল ছিলাম।”
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিনিধি সভা
বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত বৈষম্য নিরসনসহ সব যৌক্তিক ও ন্যায্য দাবি দাওয়া আদায়ে রবিবার (২৩ ফেব্রয়ারি) এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিগত পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসর ও মদদপুষ্ট ডিপ্রকৌস কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্যর্থতা ও ঠিকমত ফাংশনাল না হয়ে সদস্য প্রকৌশলীদের বোর্ড হতে কাঙ্খিত স্বার্থ ও ন্যায্য দাবি দাওয়া আদায়ে ব্যর্থ হওয়ায় ডিপ্লোমা প্রকৌশলীরা ডিপ্রকৌস কেন্দ্রীয় নির্বাহী কমিটির ওপর অনাস্থা পোষন করে। একই সঙ্গে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত বৈষম্য নিরসনসহ বিদ্যুৎ সেক্টরকে সংস্কার করে ঢেলে সাজাতে অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় ডিপ্রকৌস কমিটি গঠনের প্রস্তাব পেশ করে।
সভায় বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়-
১. উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী-প্রকৌশলী পদে পদোন্নতি ৩৩ শতাংশ থেকে ৫০ শতাংশে এ উন্নীতকরণ (বাংলাদেশের বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রায় ৩০ তদূর্ধ্ব প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতির হার ৫০ শতাংশ চালু আছে পাশাপশি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেও অন্যান্য পদের বিপরীতে ৫০ শতাংশ তদূর্ধ্ব পদোন্নতি প্রথা বিদ্যমান শুধু মাত্র বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডিপ্লোমা প্রকৌশলীরা এই ক্ষেত্রে চরম বৈষম্যের স্বীকার।
২. অন্যান্য পদের ন্যায় সহকারী-প্রকৌশলী পদে ভারপ্রাপ্ত পদোন্নতি প্রদান।
৩. উপ-বিভাগীয় প্রকৌশলীর পদ বিলুপ্তকরণসহ স্থায়ী শূন্য পদের বিপরীতে নিয়োগ/পদোন্নতি প্রদান। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলীর একই জব ডেসক্রিপশন হওয়ার পরও শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি বঞ্চিত করার লক্ষ্যে উপ বিভাগীয় প্রকৌশলী পদ সৃষ্টি করা হয় যা ১৯৮২ সার্ভিস রুল বহির্ভূত।
৪. অন্যান্য ক্যাডার দের ন্যায় উপ-সহকারী প্রকৌশলীদের উচ্চতর স্কেল/গ্রেড প্রদান করণ।
৫. ডিপিসিতে ডিপ্লোমা প্রকৌশলী থেকে প্রতিনিধি রাখা।
৬. আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী সেট-আপ ১:৫:২৫ প্রণয়নসহ বিউবোর সব টেকনিক্যাল দপ্তরে উপ-সহকারী প্রকৌশলীর পদ নিশ্চিত করণ।(বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী তদূর্ধ্ব পদে সেট-আপ ঠিক রেখে শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের পদ বঞ্চিত করে আসছে)।
৭. দেশীয় লিয়েন, ইন্সপেকশনসহ বৈদেশিক প্রশিক্ষণে বৈষম্যহীনদৃষ্টিতে উপ-সহকারী প্রকৌশলীদের অংশগ্রহণ নিশ্চিত করা (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী তদূর্ধ্ব পদের কর্মকর্তারা উক্ত সুযোগ সুবিধা প্রতিনিয়ত ভোগ করেন)।
ঢাকা/হাসান/এসবি