ধর্ষণের প্রতিবাদে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ
Published: 23rd, February 2025 GMT
দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে ‘চবি সচেতন ছাত্রসমাজ’ এর ব্যানারে ‘ধর্ষণ বিরোধী বিক্ষোভ কর্মসূচি’ শিরোনামে তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে এ দাবি করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকের ফাঁসি দে’, ‘বোন তোমার ভয় নাই, সাথে আছে লক্ষ ভাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘রক্তের বন্যাায় ভেসে যাবে অন্যায়’ প্রভৃতি স্লোগান দেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে নারী-পুরুষ সবাই অংশগ্রহণ করেছিল। আমরা নারী-পুরুষ সবার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু এখনো আমাদের মা-বোনেরা ধর্ষণ, শ্লীলতাহানি, নির্যাতনের শিকার হচ্ছেন। আর ধর্ষকদের কোন বিচার নিশ্চিত হচ্ছে না। অথচ দেশের আইন অনুযায়ী ধর্ষকদের ফাঁসি নিশ্চিত হওয়ার কথা। তাহলে কেন আমরা পুনরায় জীবন দিলাম? এ বৈষম্য টিকিয়ে রাখার জন্য?
তারা আরও বলেন, নতুন বাংলাদেশে যদি আমার বোনদের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে আবার দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।
ঢাকা/মিজান/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।
তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার মধ্য দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। তার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর এসেছে।
পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনে। ঈদুল ফিতরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি।
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন হাসি-খুশি ও পূর্ণতায় ভরে উঠুক। এই সুবাদে সকল ভেদাভেদ ভুলে, সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
এছাড়াও সাখাওয়াত ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশে ও বিদেশে অবস্থানরত রাজনৈতিক সহযোদ্ধাসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।