Prothomalo:
2025-02-23@16:09:37 GMT

সুগন্ধি মাউস আনছে আসুস

Published: 23rd, February 2025 GMT

প্রযুক্তি বাজারে চমক তৈরি করতে অভিনব সুগন্ধি মাউস তৈরি করেছে আসুস। প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যান্থনি স্পেন্স জানিয়েছেন, আসুসের কোপাইলট প্লাস পিসির সঙ্গে ব্যবহার করা যাবে ‘ফ্রেগ্রেন্স মাউস’। এপ্রিলের শেষ বা মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে মাউসটি।

গত মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস) প্রদর্শনীতে আসুসের ‘অ্যাডল ১৪ এয়ার ফ্রেগ্রেন্স এডিশন’ মডেলের ল্যাপটপ বিশেষ নজর কেড়েছিল প্রযুক্তিপ্রেমীদের। ল্যাপটপটির ঢাকনায় একটি ম্যাগনেটিক অয়েল ডিফুইজার যন্ত্র রয়েছে। ফলে কাজ করার সময় ল্যাপটপ গরম হয়ে গেলে যন্ত্রটি থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ে চারপাশে। এরই ধারাবাহিকতায় এবার সুগন্ধি মাউস আনতে যাচ্ছে আসুস।

মাউসটির নকশা বেশ সাধারণ। এতে দুটি বাটন ও একটি স্ক্রল হুইল রয়েছে। তবে মাউসটির নিচের অংশে যুক্ত করা হয়েছে আকারে ছোট একটি চেম্বার। এই চেম্বারে রিফিলযোগ্য শিশিতে প্রয়োজনীয় সুগন্ধি তেল ভরে রাখা যায়। ফলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দমতো সুগন্ধি তেল মাউসটিতে ভরে রাখতে পারবেন। ব্যাটারিতে চলা মাউসটি ব্লুটুথ বা ২ দশমিক ৪ গিগাহার্টজ ওয়্যারলেস ইউএসবি ডঙ্গল দিয়ে সহজেই ল্যাপটপের সঙ্গে যুক্ত করা সম্ভব।

‘ইরিডেসেন্ট হোয়াইট’ও ‘রোজ ক্লে’ রঙে বাজারে পাওয়া যাবে মাউসটি। তবে মাউসটির দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি আসুস। এ বিষয়ে অ্যান্থনি স্পেন্স জানিয়েছেন, মাউসটির দাম নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শওকত আলীর ইন্তেকাল

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এম এম শওকত আলী আজ রোববার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শওকত আলীর ছেলে ফারহাত শওকত বলেন, রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তাঁর বাবা ইন্তেকাল করেন।

ফারহাত গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁর বাবা শওকত আলী দুই বছর আগে স্ট্রোক করেন। এর পর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

শওকত আলী ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অবসর জীবনে তিনি বিভিন্ন সংবাদপত্রে কলাম লিখতেন। তাঁর বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ