বাংলাদেশে সচরাচর যেসব বিন্না ঘাস চোখে পড়ে, সেগুলোর শিকড় ছড়িয়ে যায়, সোজা গভীরে যায় না। অনেকটা বাঁশের আড়ার (ঝাড়) মতো। ঢেউ যখন নদীর পাড়ের তলদেশ থেকে মাটি সরায়, তখন বিন্নার শিকড় তা ঠেকাতে পারে না। কল্পনা করুন, যদি বাঁশের শিকড় সোজা গভীরে যেত, তাহলে নদী তো ছাড়, পাহাড়ি ঢলেও কিছু হতো না। ফলে এগুলো নদীভাঙন ঠেকাতে অক্ষম।

অথচ শিলিগুড়িতে তিস্তার ভাঙন ও থাইল্যান্ডে পাহাড়ধস ঠেকিয়ে রাখে একধরনের বিন্না ঘাস। শিলিগুড়ি বা থাইল্যান্ডের এই বিন্না ঘাস সোজা মাটির ২০ ফুট পর্যন্ত গভীরে চলে যায়। বছরখানেকের মধ্যেই থোপ বা ঝাড় তৈরি হয়। অর্থাৎ ইরি ধান লাগানোর মতো করে চরের চারদিকে চারা রোপণ করা গেলে এক বছরেই ঘন বেষ্টনী তৈরি হবে।

পাহাড়ের পার্শ্বঢাল রক্ষায় বিন্না ঘাসের জুড়ি নেই। তাই প্রকৃতিতে অনেকটা অনাদরে জন্ম নিলেও এই ঘাসের খ্যাতি ও কদর বিশ্বজোড়া। বিভিন্ন দেশে পাহাড়ের ক্ষয়রোধ ও পাহাড়ধস বন্ধে পার্শ্বঢালে এই জাদুকরি ঘাস লাগানো হয়। কারণ, বিন্না ঘাসের মূল গভীরে চলে গিয়ে মাটিকে শক্ত করে আঁকড়ে রাখে। গবেষকেরা জানিয়েছেন, বিন্নার তিনটি শিকড় এক সুতা লোহার সমান শক্ত। উল্টো লোহা ক্ষয় হয়, এটা দিনকে দিন মজবুত হয়।

চট্টগ্রাম নগরীর টাইগারপাস ও লালখান বাজারের মধ্যবর্তী স্থানে অবস্থিত বাটালী হিলের মিঠাপাহাড়ের পাদদেশে সিটি করপোরেশনের উদ্যোগে এই ঘাস লাগানোও সফল বলে প্রমাণিত হয়। এই পাহাড়ি বিন্না ঘাস পাহাড়ের ধস ঠেকাতে পারলে নদীভাঙন তো সহজ। ২০০০ সালে নেত্রকোনা জেলার কংস নদের পাড়ে ৩০ কিলোমিটার দীর্ঘ বাঁধের মাটি রক্ষায় এই ঘাস সাফল্যের সঙ্গে ব্যবহৃত হয়েছে।

বিন্না ঘাস পৃথিবীর অনেক দূষিত নদীকে শোধনের কাজে ব্যবহার করা হয়েছে। হাজার বছর ধরে এ দেশের মানুষেরা পুকুরপাড়ে বিন্না ঘাস লাগিয়ে রাখতেন একটি কোনায়, পানিকে মিষ্টি করার জন্য। এই ঘাসের শিকড়ে দারুণ সুগন্ধযুক্ত তেল হয়। সেই তেলে বেনজয়িক অ্যাসিডের প্রাবল্যের কারণে এর সুঘ্রাণ দীর্ঘস্থায়ী হয়। এমন গুণের তেলের এমনিতেই পারফিউমশিল্পে কদর বেশি। যার কারণে অন্য ফুলের সুঘ্রাণের স্থিতি রক্ষার্থে বিন্না ঘাসের শিকড়ের তেল নানা প্রসাধনীতে বেশি ব্যবহৃত হয়। বেনজয়িক অ্যাসিড চামড়ার নানা দাগ দূর করে। একজিমা, ফোসকায় কাজে দেয়, ফলে এর তেল চামড়ার সৌন্দর্য বৃদ্ধিতেও সহায়ক হয়।

কথা হলো যে বিন্নার বেষ্টনী একই সঙ্গে নদীভাঙন রোধ করে, ভারসাম্যমূলক কৃষি, নারীর কর্মসংস্থান সৃষ্টি করে, পরিবেশ ও বাস্তুসংস্থান জাগায়, কার্বন নিঃসরণ ঘটায়, নদীর দূষণ ঠেকায়, এজমালি গোচারণভূমির ভূমিকা পালন করে; তাকে নিয়ে কাজ করবে কোন মন্ত্রণালয়? ভাগের মা নাকি গঙ্গা পায় না।

আগে ব্রহ্মপুত্রের কাশিয়ার খেতগুলো (কাশবন) ছিল এজমালি গোচারণভূমি। কাইম বা স্থায়ী ভূখণ্ডের অবস্থাপন্ন গৃহস্থরাও চরের বাসিন্দাদের গরু-মহিষ আধি দিতেন। দেখা যেত, চরের প্রতিটি ঘরে যাঁর কিছু নেই, তাঁরও চার–পাঁচটি গরু ছিল। আখতারুজ্জামান ইলিয়াস ‘চিলেকোঠার সেপাই’–এ এসব চরের গরুর বাথান, খোঁয়াড়ের কথা বলেছেন। দেবেশ রায়ের ‘তিস্তাপারের বৃত্তান্ত’–এর বাঘারু তো একজন রাখাল। উনসত্তরের গণ–অভ্যুত্থান গ্রামে গ্রামে ঢেউ তুলেছিল, তার গোড়ায় তো এই গরু, গোয়াল, গোলাই।

ট্রাক্টর আসায় সেই কাশিয়াখেত এখন আবাদি জমি। ভূমিহীনের নামে চেয়ারম্যান-মেম্বারদের দখলে। বাজার থেকে কেনা কোম্পানির গোখাদ্য দিয়ে কি পোষায়? ট্রাক্টর, সবুজবিপ্লব, খাসজমি দখল চক্রে মিলে ‘চিলেকোঠার সেপাই’–এর ব্রহ্মপুত্র-যমুনার চরের চেংটুরা এখন ঢাকার হাড্ডিখিজিরদের দলে যোগ দিয়ে রিকশা চালায়। শরৎচন্দ্রের গফুর মহেশকে বিক্রি করে দিয়ে পোশাকশ্রমিক হয়।

বিন্না ঘাসের বেষ্টনী হবে গরু-মহিষের এজমালি গোচারণভূমি, প্রকৃত ভূমিহীনেরা গরু-মহিষ পালন করতে পারবেন।

দুই.


চিলমারীর শাখাহাতী, কড়াইবরিশাল, ফেইচকা, অষ্টমীর চরে দেখেছিলাম, ফসলের খেতে জঙ্গলের জন্য জায়গা ছেড়ে রাখে পাখিদের জন্য। এই পাখিরা ফসলভুক পোকাদের সাবাড় করে। এই পাখিরা যেটুকু ফসল খায়, তার চেয়ে বেশি শস্য রক্ষা করে। প্রতিটি শস্যদানায় নাকি লেখা আছে, কোন জীব তা খাবে।

গাছপালার জগতেও এমন উদ্ভিদ শনাক্ত করা গেছে, যেগুলো সম্ভাব্য পোকামাকড়দের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। এ কারণে এই উদ্ভিদগুলোকে মূল ফসলগুলোর সঙ্গে সহযোগী হিসেবে রোপণ করা হয়। যেমন কৃষ্ণতুলসী, রামতুলসী, বচ, কারিপাতা, গাঁদা, আঁকড়া (প্রেমকাঁটা), আতা, নিম, রেড়ি (হেন্ডা)।

পৃথিবীর ১০ লাখ প্রজাতির পোকামাকড়ের ৯০ শতাংশের বেশি মাঠের ফসলের কোনো ক্ষতি করে না; বরং উপকার করে। কেঁচো, পিঁপড়া, মৌমাছিরা কীটনাশক ব্যবহারের ফলে মারা পড়ে। তেমনি মাকড়শা, সোনাব্যাঙ, পাখি ফসলে হামলাকারী পতঙ্গ ও মারিপোকাদের খেয়ে বেঁচে থাকে, তারাও মারা পড়ে। এদের থাকার জায়গা কোথায়?
চরাঞ্চলের চতুর্দিকে ৪০–৫০ হাত প্রশস্ত বেষ্টনী সবার জায়গাটা পূরণ করবে। পূরণ করবে প্রাকৃতিক বনের অভাবও। বিন্নার ঝাড়ু, মাদুর তৈরি চরের নারীদের কুটিরশিল্পের মাধ্যমে বাড়তি আয়ের রাস্তা তৈরি হবে। নদ–নদীর বাস্তুতন্ত্রও ঠিক থাকবে। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বনের প্রাণভোমরা তো এখানেই।

কথা হলো যে বিন্নার বেষ্টনী একই সঙ্গে নদীভাঙন রোধ করে, ভারসাম্যমূলক কৃষি, নারীর কর্মসংস্থান সৃষ্টি করে, পরিবেশ ও বাস্তুসংস্থান জাগায়, কার্বন নিঃসরণ ঘটায়, নদীর দূষণ ঠেকায়, এজমালি গোচারণভূমির ভূমিকা পালন করে; তাকে নিয়ে কাজ করবে কোন মন্ত্রণালয়? ভাগের মা নাকি গঙ্গা পায় না।

সর্বশেষ খানা জরিপ বাদে আগের সব কটিতেই কুড়িগ্রাম জেলা দারিদ্র্যের শীর্ষে থেকেছে। শুধু চরের ভাঙন রোধ করা গেলেই ধানে ও ফসলে কুড়িগ্রাম জেলা ভরে উঠবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে চিলমারীতে এসেছিলেন। বলেছিলেন, চিলমারী থেকে দারিদ্র্য দূর হবে। এত দিনেও হয়নি।

আর্কিমিডিস বলেছিলেন, কপিকলটি বসানোর জায়গাটুকু দিন, পৃথিবীটা বদলে দেব। চরগুলোর চারপাশে বিন্নার বেষ্টনী দিন, চরগুলো নিজে থেকেই বদলে যাবে।

নাহিদ হাসান লেখক, কবি ও কৃষক সংগঠক
[email protected]

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ন ন র ব ষ টন এই ঘ স ব যবহ

এছাড়াও পড়ুন:

‘তিনশর বেশি রান করার ক্ষমতা আছে শান্তদের’

হোম অব ক্রিকেটে প্রস্তুতির মঞ্চে নিজেদের মধ্যে ম্যাচে চারশ ছুঁইছুঁই রান করেছিলেন নাজমুল হোসেন শান্তরা। কিন্তু দুবাইতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ে টাইগারদের ব্যাটিং। ৩৫ রানে ৫ উইকেট পতনের পর তাওহীদ হৃদয়ের শতক আর জাকের আলীর ফিফটিতে ভর করে কোনোমতে দুইশ পার করে বাংলাদেশ।

এবার দেশ, ভেন্যুর সঙ্গে পরিবর্তন হয়েছে প্রতিপক্ষও। পাকিস্তানের রাওয়ালপিন্ডির যে উইকেটে খেলবে বাংলাদেশ, সেখানে রীতিমত হয় রান উৎসব। শান্তরা রাওয়ালপিন্ডির এই উইকেটে নিউ জিল্যান্ডের বিপক্ষে রান উৎসবে শামিল হতে পারবেন তো? নাকি আবারও বিব্রতকর ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়বেন?

প্রধান কোচ ফিল সিমন্সের কাছে রোববার সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছিল সংবাদকর্মীদের। ক্যারিবিয়ান এই কোচের বিশ্বাস, বাংলাদেশের ক্ষমতা আছে তিনশর বেশি রান করার। সবশেষ কয়েকটি ম্যাচে তিনশর বেশি রান করার উদাহরনও দিয়েছেন বাংলাদেশ কোচ।

আরো পড়ুন:

উঁচু মূল্য লিটনের, ঝুলে আছে দলবদল প্রক্রিয়া

সাকিবের ‘ইউটার্ন’

“এটা বড় স্কোরের মাঠ এবং গতকাল লাহোরে আমরা বড় রান দেখেছি। আমরাও এখানে বড় রান প্রত্যাশা করছি, তিনশর বেশি রান আশা করছি।”

“হ্যাঁ, শেষ পাঁচ ম্যাচের কয়েকটিতে আমরা তিনশর বেশি রান করেছি। আমাদের এটি করার সক্ষমতা রয়েছে। শেষ ম্যাচে আমরা ভালো শুরু করতে পারিনি। দুইশ রানে থেমেছি। আমরা যদি ভালো শুরু করতে পারি তাহলে তিনশর বেশি রান হবে” -যোগ করেন সিমন্স।

শেষ পাঁচ ম্যাচের একটিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনশর বেশি (৩২১) আরেকটিতে ২৯৪ রান করে। দুটির কোনোটিতেই জিততে পারেনি। সিমন্সের নজরে বিষয়টি আনলে পালটা জবাবে উত্তর দেন, “প্রতিপক্ষ হয়তো বাংলাদেশ থেকে ভালো খেলেছে।”

সিলেটের মাটিতে ওয়ানডেতে বাংলাদেশ সর্বোচ্চ ৩৪৯ রান করে আয়ারল্যান্ডের বিপক্ষে। এবারের প্রতিপক্ষ নিউ জিল্যান্ডের সঙ্গে সর্বোচ্চ ২৯১ রান করতে পারে। রাওয়ালপিন্ডিতে কত রান করতে পারে এখন সেটিই দেখার।

এদিকে প্রথম ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। কিউইদের বিপক্ষে দেখা যাবে অভিজ্ঞ এই ব্যাটারকে? কোচ জানান, ম্যাচ ফিটনেসের পরীক্ষায় উতরাতে পারলে তবে রাখা হবে একাদশে।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ