দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন
Published: 23rd, February 2025 GMT
বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাত, সরকারি জমি বিক্রি, আশ্রয়ণ প্রকল্পের জমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগ ওঠা এবং আলোচিত খুলনার শেখ পরিবারের আস্থাভাজন দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার মোড়লকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা চৌরাস্তা মোড়ে মানববন্ধন করেন স্থানীয়রা। এ সময় বক্তৃতা করেন পথের বাজার মাংস ব্যবসায়ী আব্দুর রহিম, স্থানীয় খসরুল মোড়ল, মিঠু, রাজু আহমেদ, রনি প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হায়দার আলীর বিরুদ্ধে স্ট্যাম্পে চুক্তি করে সরকারি খাস খতিয়ানভূক্ত জমির পজিশন বিক্রি করে মোটা অংকের অর্থ আদায়, আশ্রায়ন প্রকল্পের জমি অধিগ্রহণের টাকা আত্মসাত, টিআর-কাবিটা প্রকল্পের কাজে নয়-ছয় করে অর্থ আত্মসাত, গভীর নলকূপের বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, এলজি এসপি প্রকল্প, হাট বাজার, উন্নয়ন তহবিল, উপজেলা পরিষদের বরাদ্দ ও কর্মসৃজন প্রকল্পসহ সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের ১০ শতাংশ কমিশন দিয়ে বহু ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনাসহ তার দোসররা দেশ ছেড়ে পালালেও আওয়ামী লীগের দোসর আলোচিত এই চেয়ারম্যান এখনো বহাল তবিয়তে রয়েছেন।
আরো পড়ুন:
রাজশাহীতে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মানববন্ধন
কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের হামলা, ওসি প্রত্যাহার
এতে আরো উল্লেখ করা হয়েছে, হায়দার আলীর নামে-বেনামে অঢেল সম্পদ রয়েছে। যা তদন্ত করলে বেরিয়ে আসবে বলে। তিনি খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য এবং শেখ পরিবার ও সাবেক এমপি সালাম মূর্শেদীর আস্থাভাজন হিসেবে পরিচিত। এ সুবাদে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন।
বিভিন্ন সময় চেয়ারম্যান হায়দার আলী বিভিন্ন গণমাধ্যমের কাছে উল্লিখিত অভিযোগগুলো অস্বীকার করেন।
ঢাকা/নুরুজ্জামান/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন প রকল প
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বানিয়াবাড়ি গ্রামে কৃষি জমির মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে কাজহরদী এলাকায় কৃষি জমির সামনে মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ইউএনওর কাছে তিন ফসলি জমি রক্ষায় স্মারকলিপি দেওয়ার কথা বলেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, কোয়েস্ট গ্রুপ ও এলাকার অসাধু দালালরা মিলে তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে।
এতে দিন দিন এ অঞ্চলের কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে। সম্প্রতি তারা সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট মৌজার অসংখ্য কৃষি জমির মাটি কেটে বিক্রি করছে পার্শ্ববর্তী ইটভাটায়। বাঁধা দিলে হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তারা।
এসময় কৃষি জমি রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর হস্তক্ষেপ কামনা করেন।
এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জজ কোর্টের এপিপি এডভোকেট আল আমিন শাহ, স্থানীয় কৃষক বিল্লাল হোসেন, হযরত আলী মাতব্বর, হাসমত আলী, গোলজার হোসেন, রাজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।