ম্যাটসে পড়েও পাবনার এই তরুণ যেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন
Published: 23rd, February 2025 GMT
ছবি: সংগৃহীত
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ধর্ষণের প্রতিবাদে রংপুরে উত্তাল কর্মসূচি
সারাদেশে ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে রংপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর টাউনহল গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আহমেদ, মহানগর শাখার সদস্য সচিব ইমতিয়াজ ইমতি ও অন্যান্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য ছাত্রনেতারা কর্মসূচিতে বক্তব্য রাখেন। তারা ধর্ষণের শাস্তি নিশ্চিত করতে তিনটি দাবি উপস্থাপন করেন।
দাবিগুলো হলো-সকল ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তি, ধর্ষণের সর্বনিম্ন সাজা মৃত্যুদণ্ড ও ধর্ষকের জামিন নিষিদ্ধ করা।
এসময় বক্তারা রংপুরের মিঠাপুকুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পলাতক রুহুল আমিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অভিযুক্তকে ফাঁসি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্র-জনতা প্রতীকী প্রতিবাদ হিসেবে ধর্ষকের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেন।
এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী ও জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ ঘটে। বক্তারা ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধের জোর দাবি তোলেন।
ঢাকা/আমিরুল/এস