ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেটবিশ্বে উত্তেজনা বা রোমাঞ্চ কতটা, এটা বলার অপেক্ষা রাখে না। তারপরও এই ম্যাচ নিয়ে উত্তেজনা বোঝাতে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। সেটা চ্যাম্পিয়নস ট্রফিতে আজ চলমান ম্যাচটি নিয়েই।

এমনিতেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার রেণু ওড়ে। এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ভেন্যু নিয়ে হয়ে যাওয়া নাটকের কারণে আজকের ম্যাচটি ঘিরে উত্তেজনা বেড়ে গেছে অনেক। এমন উত্তেজনাময় একটি ম্যাচ উপভোগ করার অধিকার তাই কেড়ে নেওয়া হয়নি পাঞ্জাবের বিভিন্ন কারাগারে থাকা আসামিদেরও।

রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগারসহ পাঞ্জাবের মোট ৪৪টি কারাগারে থাকা আসামিদের জন্য সুযোগ করে দেওয়া হয়েছে আজকের ভারত-পাকিস্তান ম্যাচ দেখার। কারাগারে বসে টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়া ম্যাচটি যেন আসামিরা নির্বিঘ্নে দেখতে পারেন, এর জন্য যথাযথ ব্যবস্থা নিতে পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শককে (কারা) নির্দেশ দিয়েছেন প্রদেশটির স্বরাষ্ট্রসচিব নুরুল আমিন মেনগাল।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এখনো পদত্যাগ করিনি: নাহিদ ইসলাম

পদত্যাগ করেননি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে যোগাযোগ করা হলে নাহিদ নিজেই ইংরেজি গণমাধ্যম দ্য ডেইলি স্টারকে এ কথা জানান।

সন্ধ্যায় নাহিদ ইসলামের পদত্যাগের গুঞ্জন ওঠে।

আরো পড়ুন:

ট্রাম্পের দাবি
বাংলাদেশে ‘উগ্র বামপন্থিদের’ ভোট দিতে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়

‘গভর্নরের স্মৃতিকথা’ বইয়ের মোড়ক উন্মোচন

নাহিদ বলেন, “আমি পদত্যাগ করিনি।”

এর আগে গত মঙ্গলবার নাহিদ জানিয়েছিলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

তবে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ