জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চাচাতো ভাইকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনার মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরিপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আসাদুজ্জামান ওরফে আপেল (৩৮)। তিনি উপজেলার তারাকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। চলতি বছরের ১৭ জানুয়ারি দুপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে মো.

আসাদুজ্জামান তাঁর চাচাতো ভাই মো. আতাউর রহমানকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে আসাদুজ্জামান পলাতক ছিলেন।

আজ রোববার দুপুরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে আতাউর রহমান ও তাঁর পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আসাদুজ্জামান ও তাঁর লোকজন। আসাদুজ্জামান দা দিয়ে কুপিয়ে তাঁর ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন করে ফেলেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আসাদুজ্জামানের দায়ের আঘাতে গুরুতর আহত হন আতাউরের মা আসমা বেগম ও তাঁর স্ত্রী মুক্তা বেগম। হত্যাকাণ্ডের ঘটনার পরই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। প্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরিপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই আল আমিন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় ১০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় মো. আসাদুজ্জামানকে প্রধান আসামি করা হয়। ওই হত্যাকাণ্ডের ঘটনাটি জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর ব চ ছ ন ন কর র ঘটন ঘটন র

এছাড়াও পড়ুন:

সোনার দাম ভরিতে কমেছে ১ হাজার ১৫৫ টাকা

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। চলতি মাসে টানা পাঁচ দফা বাড়ানোর পর এবার দাম কিছুটা কমানো হলো। এ দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ১৫৫ টাকা দাম কমানো হয়েছে। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ রোববার এক বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

সর্বশেষ ২০ ফেব্রুয়ারি সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় জুয়েলার্স সমিতি। তাতে এক ভরির দাম বেড়ে হয় ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা। দেশের বাজারে এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম। এর আগে ১৭ ফেব্রুয়ারি দাম বাড়ানোর পর প্রথমবারের মতো দেশের বাজারে সোনার ভরি দেড় লাখ টাকা ছাড়িয়ে যায়।

নতুন দাম অনুযায়ী, আগামীকাল থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৫ হাজার ৪৮১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৩ হাজার ৪০১ টাকা।

এদিকে আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৪৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪ হাজার ২০৬ টাকায় বিক্রি হয়েছে।

সেই হিসাবে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ১ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা, ১৮ ক্যারেটে ৯৪৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৮০৫ টাকা দাম কমবে।

সম্পর্কিত নিবন্ধ