প্রীতমের অফিস থেকে ৪০ লাখ রুপি চুরি করে চম্পট, অবশেষে পুলিশের জালে আশিষ
Published: 23rd, February 2025 GMT
বলিউডের সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তীর অফিস থেকে রুপিভর্তি ব্যাগ চুরি গিয়েছিল। প্রীতমের অফিস কর্মচারী আশিষ সয়াল সেই ব্যাগ নিয়ে পালিয়েছিলেন বলে অভিযোগ ছিল। এত দিন পলাতক ছিলেন প্রীতমের অফিসের সেই অভিযুক্ত কর্মচারী। বেশ কয়েক দিন চোর-পুলিশ খেলার পর অবশেষে পুলিশের পাতা জালে ধরা পড়েছেন আশিষ।
গত ৪ ফেব্রুয়ারি প্রীতমের স্টুডিও থেকে ৪০ লাখ রুপিভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিয়েছিলেন আশিষ। পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া অর্থের ৯৫ শতাংশ উদ্ধার করা হয়েছে। মুম্বাই পুলিশ অভিযুক্ত ব্যক্তির থেকে উদ্ধার করেছে ৩৬ লাখ ৯১ হাজার রুপি, একটি ল্যাপটপ ও আইফোন। ট্রানজিট রিমান্ডে আশিষকে মুম্বাইতে এনেছে পুলিশ। জানা গেছে, পুলিশকে ধোঁকা দিতে অভিযুক্ত চুরি করার পর বেশ কয়েকবার স্থান বদল করেছেন, আর প্রায় ১০ ঘণ্টার মতো হেঁটেছেন। প্রায় ২০০টি সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ অবশেষে চোরের নাগাল পেয়েছে।
পুলিশ জানতে পেরেছিল, অভিযুক্ত কর্মচারী জম্মু-কাশ্মীরে গা ঢাকা দিয়ে আছেন। হোটেল ও রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ খোঁজ পেয়েছে যে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় আছেন আশিষ। সাম্বা জেলার সাম্বা রেলওয়ে স্টেশনের কাছে তাঁর লোকেশন পেয়েছিল তারা। পুলিশ স্থানীয় বাসিন্দাদের এক করে তাঁদের অভিযুক্ত ব্যক্তির অপরাধের কথা বলেছিল। এরপর স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় মনোহর গোপালা গ্রাম থেকে আশিষকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারে যে চুরি করা রুপিতে একটি আইফোন কিনেছেন অভিযুক্ত কর্মচারী।
৪ ফেব্রুয়ারি বেলা ২টা নাগাদ চুরির ঘটনাটি ঘটেছিল। ওই সময় এক প্রযোজনা সংস্থার কর্মচারী গোরেগাঁওতে প্রীতমের সংগীত স্টুডিওতে গিয়েছিলেন। সেই ব্যক্তি প্রীতমের ব্যবস্থাপককে একটি ব্যাগে করে ৪০ লাখ রুপি দিয়েছিলেন। লেনদেনের সময় আশিষ সয়াল উপস্থিত ছিলেন। প্রীতমের ব্যবস্থাপক রুপিভরা ব্যাগ সেখানে রেখে গিয়েছিলেন। পরে এসে তিনি দেখেন যে ব্যাগটি গায়েব। আশিষের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো জবাব দেননি। পরে মুঠোফোনটি বন্ধ করে দেন অভিযুক্ত আশিষ।
আরও পড়ুনসিমলা, মনীষাদের অসম প্রেমের এই ৭ সিনেমা দেখেছেন কি১৩ ফেব্রুয়ারি ২০২৫এরপর তাঁর পুরো সন্দেহ গিয়ে পড়ে আশিষের ওপর। প্রীতমের ব্যবস্থাপক পুলিশকে পুরো ঘটনাটি জানান। আর আশিষের নামে মামলা দায়ের করেছিলেন তিনি। পুলিশ এরপর আদাজল খেয়ে অভিযুক্ত ব্যক্তিকে ধরার কাজে নেমে পড়েছিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র অফ স
এছাড়াও পড়ুন:
ঈদের ছুটিতে ক্রিকেটাঙ্গন, ব্যস্ত কেবল নারী দল
ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ড শেষে ক্রিকেটাররা এখন ঈদের ছুটিতে। ৬ এপ্রিল শুরু হবে নবম রাউন্ডের খেলা। এরপর জাতীয় দলের খেলোয়াড়রা ব্যস্ত হয়ে পড়বেন জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতিতে। অধিকাংশ ক্রিকেটার ঈদ উদযাপন করতে গেছেন গ্রামের বাড়িতে।
এদিকে শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও ছুটিতে রয়েছে। তবে নারী ক্রিকেট দলের জন্য ছুটি নেই। ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে ৩ এপ্রিল পাকিস্তানে উড়াল দেবে নিগার সুলতানারা।
বিশ্বকাপ বাছাই ঘিরে নারী দল ইতোমধ্যে দুই সপ্তাহের ক্যাম্প শুরু করেছে, যা চলবে ২ এপ্রিল পর্যন্ত। ঈদের দিন ক্যাম্প বন্ধ থাকলেও মানসিকভাবে চাঙ্গা রাখতে বিশেষ কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে কোচদের। ৯ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানে ছয় দলের এই বাছাইপর্বে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। শীর্ষ দুই দল মূল বিশ্বকাপে জায়গা পাবে।
ঈদের ছুটি শেষে ১৩ এপ্রিলের মধ্যে শেষ হবে ঢাকা লিগের প্রথম পর্বের ১১ রাউন্ডের খেলা, এরপর শুরু হবে সুপার লিগ। এদিকে ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দল। ২০ এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট, আর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামে। এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এপ্রিলের শুরুতে শ্রীলঙ্কা যাবে। ঈদের আগে রাজশাহী ও বগুড়ায় ক্যাম্প করলেও আপাতত তারা ছুটিতে রয়েছে। এক সপ্তাহের ছুটি শেষে তরুণ ক্রিকেটাররা আবার ফিরবেন অনুশীলনে।