পুকুরে গোসল করতে নেমেছিল বালক, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
Published: 23rd, February 2025 GMT
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বালকের মৃত্যু হয়েছে। তার নাম ইকবাল হোসেন ওরফে ফারহান (১২)। আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমির আলী সিমেন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন ওই এলাকার আবুল মোবারকের ছেলে। সে স্থানীয় আবু মাঝিরহাট এ সাঈদিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির পুকুরে গোসল করতে নেমেছিল ফারহান। ওই পুকুরের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের একটি তার টানানো ছিল। সে গোসল করার এক পর্যায়ে পুকুরে বিদ্যুতের তারটি ছিঁড়ে পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারহানের মৃত্যু হয়। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলাকে দোষারোপ করছেন স্থানীয় বাসিন্দারা।
জানতে চাইলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কোম্পানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো.
এক প্রশ্নের জবাবে উপমহাব্যবস্থাপক বলেন, যেই ব্যক্তি পল্লী বিদ্যুৎ কার্যালয়ের অনুমতি না নিয়ে গাছ কেটেছেন, তাঁর বিরুদ্ধে সমিতি থেকে ব্যবস্থা নেওয়া হবে। আর প্রাণহানির বিষয়ে নিহত বালকের পরিবার চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিদ্যুতের তার পুকুরের পানিতে পড়ার কারণে ওই বালক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিহত বালকের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস থ
এছাড়াও পড়ুন:
চিকিৎসা সুবিধায় চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর পরিকল্পনা
বাংলাদেশিদের জন্য চিকিৎসা সহজ করতে চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট চালুর পরিচালনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। শনিবার এয়ারলাইন্সের কর্মকর্তারা চীন সফররত বাংলাদেশ প্রতিনিধি দলকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কথা জানান। খবর-বাসস
চীন ইতোমধ্যে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতাল নির্ধারণ করেছে। তবে চীন ভ্রমণের ক্ষেত্রে উচ্চ বিমান ভাড়াকে এই উদ্যোগের একটি বড় বাধা হিসেবে দেখা হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম ও কুনমিংয়ের মধ্যে পরিকল্পিত ফ্লাইট পরিচালিত হলে ভ্রমণ খরচ ও সময় উভয়ই কমে আসবে। ফলে আরও বেশি বাংলাদেশি চীনের স্বাস্থ্যসেবার সুবিধা নিতে পারবেন।
চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম জানান, কুনমিংয়ের হাসপাতালগুলোর নির্দিষ্ট ফ্লোর শুধুমাত্র বাংলাদেশিদের চিকিৎসার জন্য বরাদ্দ করা হয়েছে। চিকিৎসা খরচও তুলনামূলক কম বলে তিনি উল্লেখ করেন।
কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঢাকা-কুনমিং ফ্লাইটের বিমান ভাড়াও কমানোর উদ্যোগ নিয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও বেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হবে।
এদিকে বাংলাদেশ এপ্রিল মাসে সাংবাদিকদের বড় একটি দল কুনমিং পাঠাবে, যাতে তারা চীনের চিকিৎসা সুবিধাগুলো স্বচক্ষে দেখতে পারেন। গত মাসে প্রথমবারের মতো বহু বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিং ভ্রমণ করেছেন। তারা হাসপাতালগুলোর মানের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। তবে অনেকেই ভ্রমণ ব্যয় বেশি বলে জানিয়েছেন।