সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮ হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের শেয়ার ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক শেয়ার অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে দেখা যায় যে সাইফুল আলম ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ পূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ করেছেন।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি ও তার পরিবারের সদস্যরা অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরে তা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তাই অনুসন্ধান শেষে মামলা দায়ের ও তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের পর আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে শেয়ারগুলো এবং শেয়ারগুলো থেকে উদ্ভূত সব মুনাফা/আয় ইত্যাদি জরুরি ভিত্তিতে ফ্রিজ (অবরুদ্ধ) করা প্রয়োজন।

বিএইচ

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: পর ব র র

এছাড়াও পড়ুন:

সমাবেশ সফল করতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রস্তুুতি সভা

আগামী ২৫ ফেব্রুয়ারির সমাবেশ সফল করতে প্রস্তুতি মূলক সভা করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এ প্রস্তুুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ডি,এইচ,বাবুল, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য ইউসুফ মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ-জাহান সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, নাজিম উদ্দিনসহ আরো অনেকে।  

সভাপতির বক্তব্য মাজেদুল ইসলাম বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশ সফল করার জন্য সবাই কে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে সবাই কে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
 

সম্পর্কিত নিবন্ধ