সোনারগাঁয়ে মেরামতের সময় এসি বিস্ফোরণ, নিহত ২
Published: 23rd, February 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে তুহিন (২৫) ও রাফি (২৩) নামে দুই যুবক নিহত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাচঁপুরে মেঘাকমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের শাখায় মেরামতের সময় এসির বিস্ফোরণ ঘটে।
নিহত তুহিন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে এবং রাফি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা। তারা এসআর পাওয়ার টেকনোলজি নামে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
কাচঁপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুপুরে ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসারে মেরামত কাজ করার সময় টেকনিশিয়ান তুহিন এবং তার সহকারী রাফি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত
রাজশাহীতে গুলি ছুড়ে, ককটেল ফাটিয়ে টেন্ডার বাক্স লুট
এসআর পাওয়ার টেকনোলজির জেনারেল ম্যানেজার শফিউল আলম জানান, ইস্টার্ন ব্যাংক কাচঁপুর উপশাখায় এসি মেরামতের জন্য তুহিন ও রাফিকে পাঠানো হলে সেখানে কাজ করতে গিয়ে দগ্ধ হয়ে তারা মারা যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন মারা গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
ঢাকা/অনিক/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা, এলাকাবাসীর হস্তক্ষেপে পন্ড
সিদ্ধিরগঞ্জে রাতের আধাঁরে চুরি করে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামীলীগের দোসর মামুন গংদের বিরুদ্ধে। স্থানীয় এলাকাবাসীর হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসলে গ্যাস সংযোগ প্রদানকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কিছু সংখ্যক গ্যাসের পাইপ জব্দ করে থানায় নিয়ে গেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মুসলিম নগর এলাকায় ঘটনাটি ঘটে।
অবৈধ সংযোগ প্রদানকারী মামুন মুন্সিগঞ্জের আওয়ামীলীগের সবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের লোক বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, গোদনাইল মুসলিম নগর এলাকার রফিকুল ইসলামের ছেলে স্বর্ণ ব্যবসায়ী মামুন ১০/১৫ টি বাড়ি থেকে সংযোগ দেয়ার কথা ৩০/৪০ হাজার টাকা করে হাতিয়ে নিয়ে লুঙ্গি দুলাল নামে এক স্থানীয় বিএনপি নেতার শেল্টারে রাতের আধারে গ্যাস সংযোগ দেয়ার কাজ শুরু করে। তারা সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি না নিয়েই কয়েকশত ফুট রাতা কেটে ফেলে। ভোরে বিষয়টি স্থানীয় লোকজনের দৃষ্টিগোচর হওয়ার পর জানতে চাওয়া হলে তারা তিতাসের লোকজন কাজ করছে বলে জানান। বিষয়টি স্থানীয় লোকজনদের সন্দেহ হওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানে না বলে জানান। পরে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে এসআই নূরুল সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসেন। এসময় তারা বেশ কিছু গ্যাসের পাইপ জব্দ করে থানায় নিয়ে গেছে।
অভিযুক্ত মামুন জানান, আমি কোন অবৈধ গ্যাস সংযোগ দেইনি। রাস্তা পাকা হয়ে যাবে তাই পাইপগুলো টেনে রাখতে চেয়েছিলাম।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনূর আলম বলেন, ‘৯৯৯’ এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ কাউকে পায়নি। পরে কিছু পাইপ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। যেহেতু বিষয়টি তিতাসের তাই তারাই ব্যবস্থা গ্রহণ করবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন (টিএন্ডডি) নারায়ণগঞ্জ সদর জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মদ ইমরান জানান, আগামীকাল তিতাসের টিম পাঠিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।