সরকার ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এ বিষয়ে আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ-এ এই পরিপত্র শেয়ার করেছেন।

উপসচিব তানিয়া আফরোজের সই করা ওই পরিপত্রে বলা হয়,  সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। ওই তারিখকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ (সরকারি ছুটি ব্যতীত) হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

পরিপত্রে ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়,বিভাগ, সংস্থাকে অনুরোধ জানানো হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২৫ ফ ব র য় র ক

এছাড়াও পড়ুন:

উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের খবরটি গুজব

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগের খবরটি গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মামুন অর রশিদ। 

রোববার সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ে নতুন দলে যোগ দেওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। পরে এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তা মামুন অর রশিদ সমকালকে বলেন, তথ্য উপদেষ্টা আমাকে জানিয়েছেন তিনি পদত্যাগ করেননি। তার পদত্যাগের খবরটি গুজব।
 
অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম।

সম্পর্কিত নিবন্ধ