২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা
Published: 23rd, February 2025 GMT
২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। তবে এদিন থাকবে না সরকারি ছুটি।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এই ঘোষণা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এই দিবসে সরকারি ছুটি থাকবে না। এটিকে ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীতে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। তাই এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ঢাকা/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ২৫ ফ ব র য সরক র
এছাড়াও পড়ুন:
দেশের বাজারে বিওয়াইডির নতুন বৈদ্যুতিক গাড়ি, দাম কত
বাংলাদেশের বাজারে নতুন মডেলের গাড়ি এনেছে চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ‘বিওয়াইডি সিলায়ন ৬’ মডেলের গাড়িটি এক চার্জে ১ হাজার ৯২ কিলোমিটার পথ চলতে পারে। সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি প্রযুক্তির গাড়িটি জ্বালানি সাশ্রয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছে বিওয়াইডি। প্রথম ২০০ ক্রেতার জন্য গাড়িটির দাম ধরা হয়েছে ৬৩ লাখ ৯০ হাজার টাকা। গাড়িটি কেনার আগে টেস্ট ড্রাইভের সুযোগও মিলবে। আজ রোববার তেজগাঁওয়ের বিওয়াইডির বিক্রয়কেন্দ্রে এক অনুষ্ঠানে গাড়িটি উন্মুক্ত করা হয়।
অনুষ্ঠানে বিওয়াইডি গ্লোবালের কর্মকর্তা চার্লস রেন জানান, বিওয়াইডি প্রথম দিকে শুধু ব্যাটারি তৈরি করত। ধীরে ধীরে বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে। এরই মধ্যে প্রায় শতাধিক দেশে গাড়ি বাজারজাত করছে বিওয়াইডি। কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে পরিবেশ উন্নত করতে বাংলাদেশেও পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করছে বিওয়াইডি।
আরও পড়ুনবৈদ্যুতিক গাড়ি আনল রোলস রয়েস, দাম কত০৮ নভেম্বর ২০২৪বিওয়াইডির বাংলাদেশের পরিবেশক সিজি রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘বাংলাদেশে ধীরে ধীরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে। বিষয়টিকে মাথায় রেখে আমরা বাংলাদেশে গাড়িপ্রেমীদের জন্য সিলায়ন ৬ গাড়িটি এনেছি। এটি বাংলাদেশের প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড ইভি। যাঁরা পরিবেশবান্ধব ও জ্বালানি দক্ষতার বিষয়কে গুরুত্ব দেন, তাঁদের জন্য এটি একটি দারুণ গাড়ি।’
অনুষ্ঠানে জানানো হয়, ১.৫ লিটার টার্বো ইঞ্জিন থাকায় সিলায়ন ৬ মডেলের গাড়িটি মাত্র ৮ দশমিক ৫ সেকেন্ডে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে পারে। বাংলাদেশের চালক ও পথচারীদের কথা বিবেচনা করে গাড়িটিতে নিরাপত্তার জন্য এডিএএস, ৩৬০°এইচডি ক্যামেরা ও ছয়টি এয়ারব্যাগ রয়েছে। আর নান্দনিকতার ছোঁয়া দিতে ভেতরে রয়েছে ১৫ দশমিক ৬ ইঞ্চির স্মার্ট রোটেটিং টাচস্ক্রিন, ১০ স্পিকারের ইনফিনিটি প্রিমিয়াম অডিও সিস্টেম, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও প্যানারমিক সানরুফ সুবিধা। হারবার গ্রে, আর্কটিক হোয়াইট, ডিলান ব্ল্যাক ও স্টোন গ্রে—চারটি রঙে বাজারে আসা গাড়িটির ব্যাটারিতে আট বছর বা ১ লাখ ৬০ হাজার কিলোমিটার (যেটা আগে আসে) বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।