SunBD 24:
2025-02-23@19:18:31 GMT

দর বৃদ্ধির শীর্ষে এস. আলম কোল্ড

Published: 23rd, February 2025 GMT

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৬২ বারে ৮৯ হাজার ৩৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সিম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। ফান্ডটি ১৬৪ বারে ১৬ লাখ ৮৮ হাজার ৪৭৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১৭৯ বারে ১২ লাখ ২২ হাজার ৫৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– শাইনপুকুর সিরামিকের ৯.

৫২ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৯.৩৫ শতাংশ, বারাকা পাওয়ারের ৯.১৮ শতাংশ,  ফুওয়াং ফুডের ৮.৪৪ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৭.৮১ শতাংশ, বিডি থাই ফুডের ৭ শতাংশ ও ইয়াকিন পলিমারের ৬.৬৭ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

 

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

সংস্কার ও নির্বাচন, দুটোই সমান গুরুত্বপূর্ণ মনে করে জমিয়ত ও এবি পার্টি

প্রয়োজনীয় সংস্কার ও যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন—দুটোই সমান গুরুত্বপূর্ণ বলে মনে করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও এবি পার্টি। দ্বিপক্ষীয় বৈঠকে দল দুটির নেতারা এ বিষয়ে একমত হন।

রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। জমিয়তের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ভূঁইয়াসহ ১০ সদস্যের প্রতিনিধি অংশ নেন। বৈঠকে জমিয়তের সহসভাপতি আবদুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্ম মহাসচিব ফজলুল করিম কাসেমী উপস্থিত ছিলেন।

বৈঠক সম্পর্কে জমিয়ত নেতা আবদুর রব ইউসুফী প্রথম আলোকে বলেন, ‘মূলত এখন দেশ কীভাবে চলছে, আগামী সরকার কেমন হওয়া উচিত, এসব বিষয়ে আমরা মতবিনিময় করেছি। আমরা বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছি, বিএনপির সঙ্গেও আমরা মতবিনিময় করেছি।’

এদিকে বৈঠকের পর এক বিজ্ঞপ্তিতে এবি পার্টি জানিয়েছে, জমিয়তে উলামায়ে ইসলামের আমন্ত্রণে এবি পার্টির প্রতিনিধিদল দ্বিপক্ষীয় বৈঠক করে। বৈঠকে দুই দলের নেতারা বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সংস্কার ও যৌক্তিক সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন—এ দুটি বিষয়ের প্রতি সমান গুরুত্বারোপ করে বলেছেন, বিষয় দুটির মধ্যে কোনো বৈপরীত্য নেই। অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে গ্রহণযোগ্য সময়সীমার মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয় বৈঠকে।

সম্পর্কিত নিবন্ধ