শুরুটা হয়েছে উইল ইয়াংকে দিয়ে। এবারের চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেঞ্চুরিটা নিউজিল্যান্ডের এই ওপেনারের। করাচিতে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেদিন সেঞ্চুরি পেয়েছেন ইয়াংয়ের সতীর্থ টম ল্যাথামও।

সেই শুরু। এরপর গতকাল পর্যন্ত যে চারটি ম্যাচ হয়েছে, তার প্রতিটিতেই কেউ না কেউ সেঞ্চুরি পেয়েছেন। নিউজিল্যান্ড-পাকিস্তান, বাংলাদেশ-ভারত ও অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে সেঞ্চুরি হয়েছে দুটি করে। আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে সেঞ্চুরি হয়েছে একটি।

তাতেই অভূতপূর্ব কীর্তি গড়ে ফেলেছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসি আয়োজিত কোনো ওয়ানডে টুর্নামেন্টে প্রথম চার ম্যাচে এত সেঞ্চুরি হয়নি আগে। প্রথম চার ম্যাচে এর আগে সর্বোচ্চ সেঞ্চুরি ছিল ৫টি। ২০০৩ ও ২০১৯ বিশ্বকাপে হয়েছিল তা। চ্যাম্পিয়নস ট্রফিতে এর আগে প্রথম চার ম্যাচে সবচেয়ে বেশি ৪টি সেঞ্চুরি দেখেছিল ২০১৭ সালে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম সেঞ্চুরিয়ান নিউজিল্যান্ডের উইল ইয়াং.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আজ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আজ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।

শফিকুল আলম বাসসকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ব্যাংককে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ