পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
Published: 23rd, February 2025 GMT
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৩ ফেব্রুয়ারি) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। দিনশেষে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩.
আরো পড়ুন:
ফেডারেল ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি
বিএসসির ৬ কন্টেইনার জাহাজ কেনার অনুমোদন
ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২১৭ কোম্পানির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত আছে ৫৭টির।
এদিন ডিএসইতে মোট ৪৮৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৫.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮০৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬.০৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫১৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৩৪ পয়েন্ট কমে ৯৪১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৮.৯০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৪টি কোম্পানির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত আছে ২৩টির।
দিন শেষে সিএসইতে ১০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল খ ট ক র শ য় র ও ইউন ট স এসইত ড এসই স এসই
এছাড়াও পড়ুন:
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে গ্রামীণফোন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.১১ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা রবি আজিয়াটার ১৯ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬০ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের ১২ কোটি ৯১ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৭৫ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ১২ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১০ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা, বীচ হ্যাচারীর ১০ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা, ব্রিটিশ অ্যামেরিকার টোব্যাকোর ৯ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা, লাভেলোর ৭ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা ও আরডি ফুডের ৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস