চট্টগ্রাম নগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম মো. আলাউদ্দিন (৩৬)। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় আলাউদ্দিনের স্ত্রী নুর জাহানকে আটক করেছে পুলিশ।

নিহত আলাউদ্দিন পেশায় দিনমজুর। নোয়াখালীর সোনাইমুড়ী থানার মতি আলম বাজারের মইন উদ্দিনের ছেলে তিনি। পুলিশ বলছে, নুর জাহান স্বামী আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করেছেন। তাঁকে না জানিয়ে পঞ্চম বিয়ে করায় ক্ষোভ থেকে স্বামীকে হত্যা করেন নুর জাহান।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মনিরুজ্জামান আজ রোববার প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী। স্বামী আলাউদ্দিন একেক সময় একেক ধরনের কাজ করতেন। কখনো রিকশা চালিয়ে আবার কখনো ইটভাটায় কাজ করে সংসার চালাতেন। নিহত আলাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর ভাই মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ওসি আরও বলেন, আটক নুর জাহান নিহত আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী। এর আগের তিন স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি। ৯ বছর আগে নুর জাহান ও আলাউদ্দিনের বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। দেড় মাস আগে স্ত্রী নুর জাহানকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। সেই স্ত্রীকে গ্রামের বাড়িতে রাখেন। সম্প্রতি বিষয়টি জানতে পারেন নুর জাহান। আর এই ক্ষোভ থেকে দা দিয়ে কুপিয়ে স্বামীকে খুন করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন নুর জাহান।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পরিবেশ দূষণ রোধে ডিএসসিসির ক্লিন সপ্তাহ

পরিবেশ দূষণ রোধে ৭৫টি ওয়ার্ডে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ‘ক্লিন সপ্তাহ’ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)।

সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মাঠ পর্যায়ের ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি এ কার্যক্রম চলবে। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লিন সপ্তাহ অভিযানে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে সড়কের মিড আইল্যান্ড পরিচ্ছন্ন, সড়কে জমাকৃত বালি/মাটি, ঝরা পাতা অপসারণ, সসার ড্রেনের বালি/মাটি অপসারণ, ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হবে।

ঢাকা/আসাদ/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ