পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে প্রাণ গেল স্বামীর
Published: 23rd, February 2025 GMT
আগে চারটি বিয়ে করেন মো. আলাউদ্দিন (৩৬)। স্ত্রীকে না জানিয়ে তিনি পঞ্চম বিয়ে করেন। আর এতে ক্ষিপ্ত হয়ে চতুর্থ স্ত্রী নুর জাহান (২৩) তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঘটনাটি ঘটে চট্টগ্রামের হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকায়।
হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকাস্থ একটি বাসায় চতুর্থ স্ত্রী নুর জাহানকে নিয়ে ভাড়া থাকতেন আলাউদ্দিন। সম্প্রতি নুর জাহানকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। এই বিয়ের খবর জানতে পেরে গতকাল শনিবার রাতে আলাউদ্দিনের সঙ্গে ঝগড়া হয় নুর জাহানের। এক পর্যায়ে নুর জাহান তার স্বামী আলাউদ্দিনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।”
আরো পড়ুন:
রাজশাহীর আবুল বাসার হত্যায় মামলা, ব্যবসায়ীদের বিক্ষোভ
বাবার বিরুদ্ধে সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগ
তিনি আরো বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। ঘাতক স্ত্রী নুর জাহানকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে জেলা বিএনপির সংবাদ সম্মেলন
বিএনপির কেন্দ্র ঘোষিত সোমবারের সমাবেশকে সফল করতে সবার সহযোগিতা চেয়ে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পিনু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম. তৌহিদুর রহমান, জেলা বিএনপির সদস্য কেএম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, এসএম জিয়াউল কবির বিপ্লব, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হিরাসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
বিএনপি ক্ষমতায় গেলে সবকিছুর তদন্ত হবে: দুদু
টিসিবির কার্ড নিয়ে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, সড়ক অবরোধ
সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, “সোমবার জেলা সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা প্রতিটি উপজেলা, ইউনিয়ন, গ্রাম ও প্রতিটি আনাচে কানাচে সমাবেশকে সফল করার জন্য ব্যাপক সাড়া পেয়েছি। আজকে সামনের সারিতে আপনারা যাদের বসা দেখছেন তাদের গত ২০ বছর এভাবে দেখেননি। হয়তো এক জায়গায় আমাদের বসার সুযোগ হয়নি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিগত ফ্যাসিষ্ট সরকার আমাদের এভাবে তো নয়, আমাদের বাড়িতেও বসার সুযোগ দেয়নি। এমন পরিস্থিতি শুধু গোপালগঞ্জে না সারা বাংলাদেশের চিত্র এমনই ছিল।”
তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বে আপনারা আমাদের সহযোগিতা করেছেন। আমাদের সংবাদ প্রচার করেছেন। আগামীতেও আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন।”
গোপালগঞ্জ/বাদল/সাইফ