পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
Published: 23rd, February 2025 GMT
উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদের চারজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাঁদের বাধ্যতামূলক অবসর দেওয়ার কথা জানানো হয়।
অবসরপ্রাপ্ত এ কর্মকর্তারা হলেন, নৌ পুলিশের ডিআইজি আবদুল কুদ্দুস আমিন, অ্যান্টি টেররিজম বিভাগের নিশারুল আরিফ, হাইওয়ে পুলিশের আমেনা বেগম ও মো.
২০১৮ সালের চাকরি আইনের ধারা অনুযায়ী এ চারজনকে অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জামাতা মোহাম্মদ মাহমুদুজ্জামানকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আপিল অঞ্চল-রাজশাহীর কর কমিশনারের চলতি দায়িত্ব পালন করছিলেন। তাঁর মূল পদ অতিরিক্ত কর কমিশনার।
গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে মোহাম্মদ মাহমুদুজ্জামানের অবসর প্রদানের আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, মোহাম্মদ মাহমুদুজ্জামানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বিবেচনা করে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুসারে তাঁকে অবসর প্রদান করা হলো। তবে তিনি অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
একই কারণ দেখিয়ে কর আপিল অঞ্চল-১ ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) শফিকুল ইসলাম আকন্দকেও সরকার অবসর প্রদান করেছে।