ইতালি নেওয়ার নামে লিবিয়ায় নির্যাতনে ছেলের মৃত্যু, কাঁদছে পরিবার
Published: 23rd, February 2025 GMT
পরিবারের সচ্ছলতা ফেরাতে ভিটেমাটি বিক্রি করে প্রবাসে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তরুণ মো. রাসেল মিয়া (২৫)। অবৈধপথে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে তার ইতালি যাওয়ার কথা ছিল। তবে তার আগেই দালাল চক্রের নির্যাতনে লিবিয়ায় শুক্রবার (২১ ফ্রেরুয়ারি) তার মৃত্যু হয়েছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন।
শনিবার (২২ ফ্রেরুয়ারি) দুপুরে এক প্রবাসীর মাধ্যমে রাসেলের মৃত্যুর খবর জানতে পারে পরিবার। নিহত রাসেল নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামের লাউস মিয়া ও আউলিয়া বেগমের বড় ছেলে।
রাসেলের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ ভাই–বোনের মধ্যে রাসেল ছিল সবার বড়। ২০২৪ সালের শুরুর দিকে ইতালি যাওয়ার জন্য লিবিয়ায় পাড়ি জমান তিনি। পরিবারের শেষ সম্বল পৈতৃক ভিটা বিক্রি করে ও স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে মোট ১৫ লাখ টাকা দিয়ে একই গ্রামের দালাল লিলু মিয়ার মাধ্যমে তিনি লিবিয়ায় যান। কথা ছিল লিবিয়া থেকে তাকে ইতালিতে পাঠানো হবে। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর তাকে স্থানীয় দালাল চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর শুরু হয় নির্যাতন। দালাল চক্র রাসেলকে নির্যাতন করে ভিডিও বাংলাদেশে পাঠিয়ে পরিবারের কাছ থেকে বিভিন্ন দফায় আরও ৩০ লাখ টাকা হাতিয়ে নেন। সর্বশেষ কয়েক দিন আগে আরও ১০ লাখ টাকা দাবি করে চক্রটি। টাকা দিতে না পারায় দালাল চক্রের সদস্যরা তাকে নির্যাতন করা শুরু করেন। এতে শুক্রবার তার মৃত্যু হয়। আজ (শনিবার) দুপুরে এক প্রবাসীর মাধ্যমে স্বজনেরা তার মৃত্যুর সংবাদ জানতে পারেন।
রাসেলের বাবা আউয়াল মিয়া বলেন, “আমার জীবনের শেষ সম্বল বসতভিটা ও ফসলি জমি বিক্রি কইরা কয়েক ধাপে টাকা দিছি। আরও টাকা চাইছিল তারা। দিতে না পারায় আমার ছেলেরে হত্যা করছে দালাল লিলু মিয়া ও মাফিয়া চক্র।”
তিনি বলেন, “লিবিয়ায় যাওয়ার পর ছেলের কপালে জোটে ভয়ংকর অভিজ্ঞতা। মাফিয়া চক্র রাসেলকে নির্যাতন করে একাধিকবার ভিডিও পাঠিয়ে তাদের কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। আরও ১০ লাখ টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় বিষাক্ত ইনজেকশন দিয়ে ছেলেকে হত্যা করেছে।”
রাসেলের মৃত্যুর বিষয়টি জানাজানির পর গণমাধ্যমকর্মীরা ধরমণ্ডল গ্রামের দালাল লিলু মিয়ার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে পরিবার নিয়ে তিনি পলাতক। একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন না ধরায় লিলু মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, “স্থানীয় বিভিন্ন মাধ্যমে ওই তরুণের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
ঢাকা/রুবেল/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে এমবিএ, আবেদন শেষ ২৪ এপ্রিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে ফল সেমিস্টার-২০২৪ শিক্ষাবর্ষে এমবিএ ইন মার্কেটিং প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৪ এপ্রিল।
কোর্সের বিস্তারিত—
১. প্রোগ্রামের মেয়াদ ১৬ মাস।
২. আবেদন ফি ১২০০ টাকা।
৩. এটা ৪৮ ক্রেডিট ঘণ্টার এমবিএ প্রোগ্রাম।
৪. ক্লাস হবে শুক্র ও শনিবার।
যাঁরা আবেদন করতে পারবেন—
১. আবেদনকারীকে যেকোনো বিষয়ে অবশ্যই চার বছরের ব্যাচেলর ডিগ্রি বা তিন বছরের অনার্সসহ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে হবে।
২. ব্যাচেলর ডিগ্রিতে সিজিপিএ ২.৫০ পেতে হবে (৪.০০–এর মধ্যে) বা দ্বিতীয় শ্রেণিতে পাস করতে হবে।
৩. আবেদন করতে দেখতে পারেন
৪. পরীক্ষার সময় প্রার্থীকে সব পরীক্ষার মূল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ও অভিজ্ঞতার সনদপত্র অবশ্যই দেখাতে হবে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু১৫ এপ্রিল ২০২৫ভর্তি পরীক্ষার বিস্তারিত—
১. ভর্তি এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে হবে।
২. এমসিকিউ নম্বর ৮০। বিষয়: গণিত ৩০, ইংরেজি ৩০, সাধারণ জ্ঞান ১০, বিশ্লেষণের দক্ষতা ১০ নম্বর।
৩. লিখিত অংশের নম্বর ১০।
৪. মৌখিক পরীক্ষার নম্বর ১০। মোট নম্বর ১০০।
ভর্তির দরকারি তারিখ—
১. আবেদনের শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২৫।
২. লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫।
৩. লিখিত পরীক্ষার সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২.১০টা।
৪. মৌখিক পরীক্ষার সময়: দুপুর ১২.২০টা থেকে বেলা ১.২০টা।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনএসএসসি–২০২৫ পরীক্ষা, শিক্ষার্থীদের শেষ মুহূর্তের করণীয়০৬ এপ্রিল ২০২৫