শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের অষ্টমীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর শহরের দুর্গা নারায়ণপুর এলাকার গৌরব দে (২৫) ও শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়াপরাণপুর গ্রামের রনি (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর শহর থেকে জামালপুর যাচ্ছিল একটি মাইক্রোবাস। অষ্টমীতলা মোড়ে পৌঁছালে মাইক্রোবাসটি প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে একটি মোটরসাইকেল এবং আরো একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই রনি মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামের আরেকজনের মৃত্যু হয়।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

জুবায়দুল আলম দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/তারিকুল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রোহিতের পর ফিরলেন গিল

টপ-মিডল ও লোয়ার অর্ডরে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়ে ২৪১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। জবাবে ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল আউট হয়েছেন। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় এই ম্যাচে ভারত ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা বিরাট কোহলি ৩৫ রান করেছেন। তার সঙ্গী শ্রেয়াস আইয়ার।

শুভমন গিল ৫২ বলে ৪৬ রান করে ফিরেছেন। সাতটি চারের শট খেলেছেন তিনি। রোহিত শর্মা ১৫ বলে তিন চার ও এক ছক্কায় ২০ রান করে ফিরেছেন।

এর আগে পাকিস্তানের হয়ে বাবর ২৩ রানের ইনিংস খেলেন। রিজওয়ান ৭৭ বলে ৪৬ রান করে আউট হন। সৌদ শাকিল ৭৬ বলে ৬২ রান করেন। লোয়ারে খুশদীল শাহ ৩৯ বলে দুই ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলেন।

ভারতের হয়ে লেগ স্পিনার কুলদীপ যাদব দারুণ বোলিং করেছেন। চায়নাম্যান এই স্পিনার ৯ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। হার্ডিক পান্ডিয়া ৮ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট দখল করেছেন।

সম্পর্কিত নিবন্ধ