প্রেমিকা বিট্রে করেছে, বেঈমানী করেছে; তার বিয়েবাড়ির সামনে এসে তার ছবিতে এভাবে প্রেমিকের প্রস্রাব করে যাওয়া- এমন পাগলামী বাংলাদেশী সিনেমায় দেখা যায়নি আগে। পুরোপুরি এমন  ‘ম্যাডনেস’ দেখা গেল নায়ক সিয়ামের বেলায়। এর আগে ‘দহন’ সিনেমার ‘মাতাল হয়ে হিসু করব দেয়ালে’ গানেও এমন কাণ্ড করেছিলেন সিয়াম। এবার সেই পাগলাটে দৃশ্য দেখা গেল জংলি সিনেমার  প্রি-টিজে। 

গতকাল হুট করেই জংলি টিম প্রকাশ করে একটি ট্রিজার। সিনমাটির টিম দাবি করছে এটা  প্রি-টিজ। মানে টিজারের পূর্ববর্তী ভার্ষন। সিনেমাটির কো প্রডিউসার মুক্তার ইবনে রফিক দাবি করেন,  বাংলাদেশে ঈদের সিনেমায় যেখানে এখন টিজার আর ট্রেলারই দেয় না সিনেমাগুলো, দুটো মিলিয়ে দেয় ফোরটেস্ট টাইপের কিছু। সেখানে জংলি টিম প্রি-টিজও ছাড়ছে! নিঃসন্দেহে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য দারুণ সংযোজন।

প্রি-টিজে দারুণ এক সিয়ামকে দেখা গেছে। যে সিয়াম জংলি, প্রেমিকাকে না পেয়ে মানুষ কতটা জংলি হয়ে উঠে তারই আভাস পাওয়া গিয়েছে এতে। 

সিনেমাটিতে নায়িকা মূলথ দুইজন। একজন শবনম বুবলী অন্যজন দীঘি। জংলি টিম এখন পর্যন্ত প্রচার-প্রচালণায় কেবল দীঘিকেই টানছেন । বুবলীকে কৌশলগত কারণে আড়ালে রেখেছেন বলেই জানালেন তারা। 

গতকাল প্রকাশিত প্রি টিজ নিয়ে পরিচালক এম রাহিম বললেন, জংলি সিনেমায় ভারপুর অ্যাকশন, ও রোমান্স থাকবে সেটা আগেই বলেছিলাম। আমরা এমন প্রি টিজ প্রকাশ করে সেসবেরই জানান দিচ্ছি। আমি আহ্বান করব, ঈদে সিনেমা হলে আসুন। জংলি দেখুন। আশা করি কেউ নিরাশ হবেন না। এই সিনেমার সব কিছুর উপরে গিয়ে দারুণ একটা গল্প পাবেন সবাই।’

এর আগে সিয়ামকে নিয়ে ‘শান’ নামে একটি ছবি বানিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন এম রাহিম। সিয়ামের সঙ্গে  বুবলী এবং দীঘি ছাড়াও আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।

ছবির সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। সংশ্লিষ্টরা জানান, গানে থাকছে আরও চমক। 

সিয়াম আগেই জানিয়েছেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। “জংলি” তার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে।

বলেন, চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে রেখেছি। চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি সর্বোচ্চভাবে চেষ্টা করেছি।


 ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স য় ম আহম দ

এছাড়াও পড়ুন:

মৌলভীবাজারে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত

মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বিনোদ বাউরী (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। 

ঈদের দিন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর কার-লাইটেস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত বিনোদ বাউরী শমশেরনগর চা বাগানের নতুন টিলার রসরাজ বাউরীর ছেলে।

পুলিশ জানায়, বস্তি থেকে কাজ করে ফেরার পথে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন বিনোদ। এসময় দ্রুতগতিতে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই রতন হাওলাদার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ