সাবেক ওসি আরশাদসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২২ এপ্রিল দাখিলের নির্দেশ
Published: 23rd, February 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শাহবাগ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মোহাম্মদ আরশাদ হোসেনসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে।
আগামী ২২ এপ্রিল এই তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো.
আরশাদ হোসেন ছাড়া অপর দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল সুজন হোসেন ও ইমাজ হোসেন প্রামাণিক। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশন দুই মাস সময় চাইলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।
এ ছাড়া আরশাদ হোসেনকে আগামী ২ মার্চ, ইমাজ হোসেনকে ৩ মার্চ ও উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার সরকারকে ২৭ ফেব্রুয়ারি এক দিন করে রিমান্ড নেওয়ার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন পক্ষে আজ শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, শহিদুল ইসলাম সরদার ও গাজী মোনাওয়ার হুসাইন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাকৃবিতে গবেষণা প্রকল্প নিয়ে নিরীক্ষণ করছে ইউজিসি: বাকৃবি রেজিস্ট
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পের অগ্রগতি নিয়ে পরীক্ষামূলক নিরীক্ষণ শুরু হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন।
তিনি বলেন, “বর্তমানে বাকৃবিতে প্রকল্পভিত্তিক গবেষণায় মোট ১ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এছাড়াও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আওতায় থাকা ৪৭টি গবেষণা প্রকল্পের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বিভাগের ৪৪টি গবেষণা প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। বাকৃবিতে ইউজিসির অর্থায়নে পরিচালিত এসব গবেষণা প্রকল্পের অগ্রগতি নিয়ে পরীক্ষামূলক নিরীক্ষণ শুরু হয়েছে।”
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বাকৃবি রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন বলেন, “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পগুলোর মাধ্যমে কৃষি খাতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে, যা কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। এছাড়া, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, কৃষিভিত্তিক শিল্পের প্রসার এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গবেষণার ভূমিকা অপরিসীম।”
গবেষণা বরাদ্দ আরো বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে রেজিস্ট্রার বলেন, “মুদ্রাস্ফীতির কারণে বর্তমানে বরাদ্দকৃত বাজেট যথেষ্ট নয়। গবেষণা প্রকল্পের জন্য বাজেট বাড়ানো গেলে আরো বেশি শিক্ষার্থী এসব প্রকল্পে যুক্ত হতে পারবে। ফলে এসব গবেষণার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে।”
তিনি বলেন, “কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের জন্য সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ নেওয়া জরুরি। এতে গবেষণার ফলাফল দ্রুত মাঠপর্যায়ে পৌঁছানো সম্ভব হবে এবং কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের সামগ্রিক কৃষিখাতের উন্নয়ন ত্বরান্বিত হবে।”
ঢাকা/লিখন/মেহেদী