পাঁচ দফা দাবি আদায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টর কাউন্সিল এই কর্মসূচি শুরু করেছে। 

ইন্টার্ন ডক্টর কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্বাস্থ্যখাতের অধঃপতনের প্রতিবাদসরূপ পাঁচ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টররা কমপ্লিট শার্টডাউন শুরু করেছেন। 

আরো পড়ুন:

খুমেক হাসপাতালে পাঁচ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বাগেরহাটে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে আহত নেতার মৃত্যু

দাবিগুলোর মধ্যে রয়েছে- এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ চিকিৎসক লিখতে পারবে না। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে সরকার ম্যাটসদের (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া শুরু করেছে। এই ম্যাটসদের বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।

ইন্টার্ন চিকিৎসক ইরফানুর রহমান বলেন, “পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। মানবন্ধন শেষে স্মারকলিপি প্রদানের কর্মসূচি রয়েছে।”

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো.

তসলিম উদ্দীন। তিনি বলেন, “আমরা অন্য চিকিৎসকদের দিয়ে হাসপাতালের সেবা কার্যক্রম চালিয়ে নিচ্ছি।”

ঢাকা/রেজাউল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইন ট র ন চ ক চ ক ৎসকদ র কমপ ল ট শ ব এমড স

এছাড়াও পড়ুন:

তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন পর কর্মবিরতি প্রত্যাহার, চিকিৎসাসেবা শুরু

রংপুরের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা টানা চার দিন পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে তাঁরা আজ বুধবার সকাল থেকে হাসপাতালে চিকিৎসাসেবা শুরু করেছেন।

হাসপাতালে নারী চিকিৎসককে মারধরের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে গত শনিবার থেকে চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন।

পুলিশ, চিকিৎসক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কলেজপাড়া এলাকার বাসিন্দা রাধারানী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আতাউর রহমান বুকে ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাবরিনা মুসরাত জাহান (মৌ) ওই রোগীকে চিকিৎসাসেবা দেন। তিনি উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। এরপর তিনি অন্য রোগীর চিকিৎসায় নিয়োজিত হন। এ সময় রোগী আতাউর রহমানের ছেলে তাহমিদ সরকার (তুর্য), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির সদস্য তাওরাতসহ আরও চার পাঁচজন সেখানে যান।

চিকিৎসক সাবরিনা মুসরাত জাহানের অভিযোগ, তাহমিদ সরকারসহ চার-পাঁচজন ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাঁর শরীরে আঘাত করেন। এ ঘটনায় তাহমিদ, তাওরাতসহ অজ্ঞাতনামা চার–পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন চিকিৎসক সাবরিনা মুসরাত জাহান। এ ঘটনার পরদিন আসামি গ্রেপ্তার ও মারধরের প্রতিবাদে শনিবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন তাঁরা। এতে দুর্ভোগে পড়েন উপজেলার পাঁচটি ইউনিয়নের সেবাপ্রার্থীরা।

এদিকে চিকিৎসকের করা মামলা ও কর্মবিরতি প্রত্যাহার করে জনদুর্ভোগ বন্ধের দাবিতে তারাগঞ্জের সর্বস্তরের মানুষের ব্যানারে চৌপথী এলাকায় গত মঙ্গলবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ওই মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মামলা ও কর্মবিরতি প্রত্যাহারের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তাঁরা দাবি করেন, দুই ছাত্রের বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা।

আরও পড়ুনতারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স: মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনে চলছে চিকিৎসকদের কর্মবিরতি ১৩ এপ্রিল ২০২৫

গতকাল বিকেল পাঁচটায় রংপুরের জেলা প্রশাসক রবিউল ফায়সাল ও পুলিশ সুপার আবু সাইম তারাগঞ্জ হাসপাতালে আসেন। তাঁরা চিকিৎসকদের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেন। এরপর চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অনির্বাণ মল্লিক বলেন, ‘জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় আমাদের সঙ্গে এসে কথা বলেছেন। এক মাসের মধ্যে আসামিকে গ্রেপ্তার ও হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসকদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, এলাকার পরিবেশ শান্ত। হাসপাতালে মানুষ সেবা পাচ্ছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন পর কর্মবিরতি প্রত্যাহার, চিকিৎসাসেবা শুরু