ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করেছে অস্ট্রেলিয়া। তবে ম্যাচের আগে একটি বিতর্কিত ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানোর পরিবর্তে ভুল করে ভারতের জাতীয় সংগীত বাজানো হয়, যা নিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ম্যাচের আনুষ্ঠানিকতা চলাকালে ইংল্যান্ডের জাতীয় সংগীত সঠিকভাবে বাজানো হলেও, এরপর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের বদলে বাজতে শুরু করে ভারতের জাতীয় সংগীত। উপস্থিত দর্শক-সমর্থকরা এতে বিস্মিত হন, এবং মুহূর্তের মধ্যেই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আয়োজকদের তীব্র সমালোচনা শুরু হয়। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পিসিবি এই ভুলের ব্যাখ্যা চেয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে। তাদের মতে, “চ্যাম্পিয়ন্স ট্রফির সংগীত বাজানোর দায়িত্ব আইসিসির হাতে থাকায় এই ভুলের দায়ও তাদেরই নিতে হবে। বিশেষ করে, যেখানে ভারত পাকিস্তানে খেলছেই না, সেখানে তাদের জাতীয় সংগীত বাজানো হলো কীভাবে?”

যদিও কিছুক্ষণ পর সংশোধন করে অস্ট্রেলিয়ার সঠিক জাতীয় সংগীত বাজানো হয়, তবে ততক্ষণে বিতর্ক তৈরি হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের কড়া সমালোচনা চলছে, যদিও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে এই ঘটনার জন্য সরাসরি পিসিবিকে দায়ী করছেন না।

এ নিয়ে দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বার আইসিসির কাছে ব্যাখ্যা চাইলো পিসিবি। এর আগে দুবাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সম্প্রচার ক্রিনের এক কোনায় টুর্নামেন্টের লোগো থেকে পাকিস্তানের নাম সরিয়ে ফেলায় ব্যাখ্যা চেয়েছিল সংস্থাটি। পিসিবি মনে করছে, এই ভুলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তানকে ছোট করা হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আইস স র

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবক আমিরুল মৃধাকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আমিরুল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতি গ্রামের মৃত আনোয়ার মৃধার ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ জুন ফরিদপুর পৌরসভার কমলাপুর পিয়ন কলোনিতে ধর্ষণের শিকার হয় শিশুটি। ওই দিন শিশুটি স্কুল থেকে বাসায় ফেরার পর তার মামার দোকানে চিপস কেনার জন্য যায়। ওই সময় আমিরুল দোকানে উপস্থিত ছিলেন। তিনি শিশুটিকে কলোনির একটি হোস্টেলের পিছনের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটির মা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং মামলা করেন। 

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট। এই মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে ধর্ষকদের জন্য। 

সম্পর্কিত নিবন্ধ