সরকারকে নিয়ে অপপ্রচার, যশোরে যুবক গ্রেপ্তার
Published: 23rd, February 2025 GMT
আওয়ামী লীগের পক্ষে ও সরকারের বিপক্ষে টিকটকের মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে যশোরে রায়হান রানা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সদর উপজেলার শেখহাটি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কাজী বাবলু।
গ্রেপ্তার রায়হান সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি তুষারের ছেলে।
আরো পড়ুন:
নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যার পর মরদহ ঝুলিয়ে রাখার অভিযোগ
মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
ওসি কাজী বাবলু বলেন, “দীর্ঘদিন ধরে রায়হান আওয়ামী লীগের পক্ষে ও সরকারের বিপক্ষে টিকটকের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন সময় অভিযান চালায়। বিভিন্ন স্থানে পালিয়ে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। রবিবার ভোর ৪টার দিকে কোতোয়ালি পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। রায়হানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।”
ঢাকা/রিটন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে সরকার।
এই সিদ্ধান্তের পর বুধবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।
শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল থেকে তারা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এরপর গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন।