সরকারকে নিয়ে অপপ্রচার, যশোরে যুবক গ্রেপ্তার
Published: 23rd, February 2025 GMT
আওয়ামী লীগের পক্ষে ও সরকারের বিপক্ষে টিকটকের মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে যশোরে রায়হান রানা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সদর উপজেলার শেখহাটি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কাজী বাবলু।
গ্রেপ্তার রায়হান সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি তুষারের ছেলে।
আরো পড়ুন:
নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যার পর মরদহ ঝুলিয়ে রাখার অভিযোগ
মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
ওসি কাজী বাবলু বলেন, “দীর্ঘদিন ধরে রায়হান আওয়ামী লীগের পক্ষে ও সরকারের বিপক্ষে টিকটকের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন সময় অভিযান চালায়। বিভিন্ন স্থানে পালিয়ে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। রবিবার ভোর ৪টার দিকে কোতোয়ালি পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। রায়হানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।”
ঢাকা/রিটন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
ঈদের সকালে রোগী, নার্স ও ট্রাফিক পুলিশের সঙ্গে টিম খোরশেদ’র শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ঈদের দিন ভর্তি থাকা রোগী,নার্স ও পরিবার পরিজনের বন্ধন ছেড়ে নাগরিক সেবায় নিয়োজিত ট্রাফিক পুলিশদের মাঝে পুষ্টিকর প্রাত:রাস (নাস্তা-দুধ, জুস, বিস্কুট ও কেকের বক্স) বিতরণ করে মানবিক সংগঠন টিম খোরশেদ।
ঈদের নামাজ শেষে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ প্রথমে হাসপাতালের রোগী ও নার্স ও পরে রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশদের মাঝে নাস্তা বিতরণ করে।
টিম খোরশেদ এর দলনেতা সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা আসলে দূর্গত মানুষ ও নাগরিক সেবায় নিয়োজিতদের ঈদের আনন্দে অংশ নিয়ে হাসি ফুটানোর জন্যই আমাদের সকল কার্যক্রম।