দু-এক দিনের মধ্যে আরও ৯ সচিব: জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব
Published: 23rd, February 2025 GMT
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, দু-এক দিনের মধ্যে আরও নয়জনকে সচিবপদে শূন্য থাকা মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হবে।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মোখলেস উর রহমান বলেন, চারটি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় সচিবপদের জন্য ১২ জনকে নির্বাচন করা হয়েছে। তারা অধিকাংশই যোগ্য ও বঞ্চিত। তাদের মধ্যে কেউ চুক্তিতে নন। চাকরিতে কর্মরতদের মধ্যে থেকেই সচিব করা হচ্ছে। এ বিষয়ে চারজন উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি আছে। সেই কমিটিতে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘প্রেম করা আর বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা বন্ধ করে দিসি’
ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এতদিন নাটক-টেলিফিল্মের কাজ নিয়েই অধিকাংশ সময় ব্যস্ত থাকতেন। তবে তুলনামূলক এখন কাজ কমিয়ে দিয়েছেন। স্বভাবে অনেকটা— ঠোঁটকাটা। যার কারণে প্রায় সময়ই আলোচনায় থাকেন তিনি।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাই গেছে বাংলাদেশ ক্রিকেট দল। গত বৃহস্পতিবার ভারতের সঙ্গে ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। এদিন ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ৪৯.৪ ওভাবে রান করেছে মাত্র ২২৮। ভারত ৬ উইকেট হাতে রেখে সেই ম্যাচ জিতে নেয়। এ ম্যাচ দেখে ক্রিকেটপ্রেমী শবনম ফারিয়া এদিন তাই কিছুটা হতাশ হন। ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
শবনম ফারিয়া লেখেন, “প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিসি। এই দুইটা কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি! এইটা কোনো ফানি স্ট্যাটাস না! অনেক দুঃখের স্ট্যাটাস।”
আরো পড়ুন:
আজ মেহজাবীন-রাজীবের গায়েহলুদ
আশুলিয়ায় অভিনেতা গুলিবিদ্ধ
কেবল মজার ছলে স্ট্যাটাসটি দিয়েছেন বলে জানিয়েছেন শবনম ফারিয়া। এ অভিনেত্রী বলেন, “মজা করে স্ট্যাটাসটি দিয়েছি। সিরিয়াস কিছু না। খেলা দেখছিলাম, দেখতে দেখতে একটা সময় মনে হলো— এই খেলা আর দেখব না। প্রতিবারই বাংলাদেশ দলের খেলার সময় এমন সিদ্ধান্ত নিই, আর খেলা দেখব না। এরপরও দেখি। বাংলাদেশের ক্রিকেট খেলা থাকলে আবার মন চায় দেখতে। ভাবি, দেখি না কী অবস্থা। ওই আরকি।”
ফারিয়ার স্ট্যাটাসে প্রেমের প্রসঙ্গ থাকায় তা নিয়ে আলোচনা করছেন নেটিজেনরা। এ বিষয়ে ফারিয়া বলেন, “এখন তো বয়স হয়েছে। প্রেম করার বয়সটা পার করে ফেলছি।”
ঢাকা/শান্ত