অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ভারতের জাতীয় সংগীত বাজল কেন, আইসিসির কাছে ব্যাখ্যা চাইল পাকিস্তান
Published: 23rd, February 2025 GMT
কারও অজান্তে কিংবা ঘটনাক্রমে কিছু ঘটলে অনাকাঙ্ক্ষিত ভুল বলে চালিয়ে দেওয়া যায়। কিন্তু আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচের পর ম্যাচ যা হচ্ছে, সেগুলোকে অনাকাঙ্ক্ষিত ভুল বলা হবে কি না, প্রশ্ন উঠেছে তা নিয়েই। টুর্নামেন্টের একেকটা ম্যাচ যে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে।
দুবাইয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির লোগো থেকে আয়োজক পাকিস্তানের নাম উধাও হয়ে যায়। এ ভুলকে আইসিসি বলেছে ‘কারিগরি ত্রুটি’।
লাহোরে গতকাল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে ঘটেছে আরেক কাণ্ড। অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে কয়েক সেকেন্ড বাজানো হয়েছে ভারতের জাতীয় সংগীত। এ ঘটনায় আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার পরিবর্তে ভারতের জাতীয় সংগীত বেজে ওঠার ২-৩ সেকেন্ড পরেই তা বন্ধ করা হয়। এরপর বাজানো হয় অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত। অনেকে ভাবতে পারেন, চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক যেহেতু পাকিস্তান, তাই প্লে–লিস্টে জাতীয় সংগীত রাখা ও বাজানোর দায়িত্বও পিসিবির।
আরও পড়ুনপাকিস্তানের মাঠে ভারতের পতাকা না থাকার ব্যাখ্যা দিল পিসিবি১৮ ফেব্রুয়ারি ২০২৫কিন্তু পিসিবির এক কর্মকর্তা ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, বৈশ্বিক ইভেন্ট হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া দলগুলোর জাতীয় সংগীতের প্লে–লিস্ট আইসিসিই বানিয়েছে এবং ম্যাচের আগে তা বাজানোর দায়িত্ব আইসিসির নিয়োগ করা ব্যক্তিকেই দেওয়া হয়েছে।
ক্রিকইনফো আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ার পরিবর্তে ভারতের জাতীয় সংগীত বেজে ওঠায় পিসিবি অসন্তুষ্ট এবং এর জন্য তারা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকেই দায়ী করেছে। লাহোরের ম্যাচের প্লে–লিস্টে ভারতের জাতীয় সংগীত রাখা নিয়েও তারা প্রশ্ন তুলেছে।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলের জাতীয় সংগীত গাওয়ার মুহূর্ত। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইস স
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী মরদেহ উদ্ধার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে সহপাঠীদের সঙ্গে ট্রলারযোগে বাড়ি ফেরার সময় চলন্ত ট্রলার থেকে গোসলের উদ্দেশে নদীতে ঝাঁপ দেয় জয় ও তার সাতজন সহপাঠী। অন্যরা নিরাপদে উঠে এলেও জয় নিখোঁজ থাকে।
আরো পড়ুন:
শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতায় সরকার যথেষ্ট উদ্বিগ্ন: উপদেষ্টা
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে তিন কলেজ
নিহত জয় আহমেদ রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পেশায় বাসচালক মারুফের ছেলে। সে এ বছর পিআরডি হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষার্থী ছিল।
ঢাকা/অনিক/বকুল