অতিরিক্ত ১১ মিনিট পেয়ে মেসির মিয়িয়ামির গোল, দেখলেন রোনালদোর সিউ!
Published: 23rd, February 2025 GMT
নাটকীয়তার অভাব ছিল না। ম্যাচের ২৩ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয়েছিল লিওনেল মেসির ইন্টার মিয়ামি ১০ জনের দলে পরিণত হয়েছিল। এরপর নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে পিছিয়েছিল গোলাপী জার্সির মিয়ামি। তবে সবাইকে অবাক করে রেফারি অতিরিক্ত ১১ মিনিট সময় যোগ করেন। সেই যোগ করা সময়ের দশম মিনিটে গিয়ে গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। তাতেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নিউইয়র্ক সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে মিয়ামি।
রোববার (২২ ফেব্রুয়ারি, ২০২৫) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের পঞ্চম মিনিটেই মেসির জাদুতে এগিয়ে যায় মিয়ামি। সিটির পেনাল্টি বক্সে ঢুকে পড়া মেসি বাপ পায়ে বল ঠেলে দেন তমাস আভিলেসের কাছে। ২১ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টারব্যাকের গোল করতে ভুল করেননি।
সেই আভিলেসই ১৮ মিনিট পর লাল কার্ড দেখলে মায়ামি ১০ জনের দলে পরিণত হয়। নিউইয়র্ক সিটির আলোনসো মার্টিনেজের নিশ্চিত গোলের পথে পেছন থেকে টেনে ধরায় সরাসরি লাল কার্ড দেখেন এই আর্জেন্টাইন।
আরো পড়ুন:
গোলে ও অ্যাসিস্টে আলো ছড়ালেন মেসি
ইয়ামালই এই মুহূর্তে সেরা তবে মেসির পরে
ম্যাচের ২১তম মিনিটে মিতিয়া ইলেনিচের গোলে সমতা ফেরায় নিউইয়র্ক সিটিকে। এই স্লোভেনিয়ান রাইটব্যাক গোল করে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রেডমার্ক ‘সিউ’ সেলিব্রেশন করেন। ব্যাপারটা সচেতনভাবেই করেছিলেন তিনি। মাঠের প্রতিপক্ষ যে মেসি! চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর ‘সিউ’ সেলিব্রেশন করে মেসির আঁতে ঘা দিলেন ইলেনিচ।
বিরতির পর ৫৫ মিনিটে নিউইয়র্ক সিটিকে এগিয়ে দেন আলোনসো মার্তিনেজ। মহা বিপাকে পড়ে যায় মায়ামি। তাহলে কি পরাজয় দিয়ে নতুন মৌসুম শুরু হবে? যোগ করা সময়ের দশম মিনিটে জাদু দেখান মেসি। মাঝ মাঠ থেকে বল নিয়ে অনেকখানি দৌড়ে ডিফেন্সচেরা এক পাস বাড়ান বক্সে ঢুকে পড়া সেগোভিয়াকে। দারুণ গোলে সমতা টানেন এই ভেনেজুয়েলান মিডফিল্ডার।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ন উইয়র ক স ট
এছাড়াও পড়ুন:
সালমান রুশদিকে হত্যাচেষ্টার ঘটনায় একজন দোষী সাব্যস্ত
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদিকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। তাঁর নাম হাদি মাতার। শুক্রবার তাঁকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের চাটাউকুয়া কাউন্টির আদালত।
যুক্তরাষ্ট্রের নাগরিক ২৭ বছর বয়সী হাদি মাতার নিউজার্সি অঙ্গরাজ্যের বাসিন্দা। তাঁকে ৩০ বছরের বেশি সময় কারাদণ্ডের সাজা দেওয়া হতে পারে। চাটাউকুয়া কাউন্টির আদালতে দুই সপ্তাহ শুনানির পর তাঁকে রুশদিকে হত্যাচেষ্টার ঘটনায় দোষী সাব্যস্ত করেন আদালত। আগামী ২৩ এপ্রিল হাদি মাতারের সাজা ঘোষণা তারিখ নির্ধারণ করা হয়েছে।
২০২২ সালের ১২ আগস্ট নিউইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চে সালমান রুশদির ওপর হামলা চালানো হয়। হামলাকারী মঞ্চে উঠে রুশদি ও তাঁর সাক্ষাৎকার গ্রহণকারী ব্যক্তির ওপর হামলা চালান। রুশদির মুখমণ্ডলে ও ঘাড়ে বেশ কয়েকবার ছুরিকাঘাত করা হয়। এতে তিনি এক চোখের দৃষ্টি হারান। তাঁর একটি হাতের কর্মক্ষমতাও চলে গেছে।
হামলার দিন রুশদির সাক্ষাৎকার নিচ্ছিলেন হেনরি রিস। হামলায় তিনিও মাথায় আঘাত পান। এই হামলার জন্যও হাদি মাতারকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
রুশদি ১৯৮১ সালে তাঁর লেখা বই ‘মিডনাইটস চিলড্রেন’ দিয়ে খ্যাতি অর্জন করেন। কিন্তু ১৯৮৮ সালে তাঁর চতুর্থ বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জন্য তাঁকে ৯ বছর আত্মগোপনে থাকতে হয়েছিল।‘স্যাটানিক ভার্সেস’ উপন্যাসে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে মনে করেন মুসলিমরা। এটি প্রকাশের পর থেকে সালমান রুশদি হত্যার হুমকি পেয়ে আসছিলেন।
বইটি প্রকাশের এক বছর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সালমান রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন। সেই সঙ্গে তাঁর মাথার দাম হিসেবে ৩ মিলিয়ন (৩০ লাখ) ডলার পুরস্কার ঘোষণা করা হয়।