মৃত্যুনিবন্ধন কীভাবে করতে হয়, কেন জরুরি
Published: 23rd, February 2025 GMT
পরিবারে কোনো শিশুর জন্ম হলে আমরা জন্মনিবন্ধন করি। জন্মনিবন্ধনের গুরুত্বটা এখন কমবেশি সবারই জানা। কিন্তু মৃত্যুনিবন্ধনও যে কখনো কখনো প্রয়োজনীয় হয়ে উঠতে পারে, তা আমরা ভাবি না। প্রিয়জনকে হারানোর শোকে অনেক সময় এসব বিষয় মাথায়ও আসে না। কিন্তু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, পারিবারিক সম্পত্তির বণ্টন, পেনশন প্রাপ্তি, জমিজমা বা সম্পত্তির নামজারিসহ নানা প্রয়োজনে ‘মৃত্যুনিবন্ধন’ করতে হয়।
এই নিবন্ধন কোথায় করবেন? কোথায় যাবেন? কার কাছেই–বা আবেদন করবেন? সেই আবেদন করতে কেমন খরচ? এসব খুঁটিনাটি বিষয়গুলো জানা থাকা প্রয়োজন। মৃত ব্যক্তির পূর্ণ তথ্য দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে গিয়ে এ আবেদন করতে হয়। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। আবেদনকারীর তথ্যও তাতে থাকতে হয়। অনলাইনে আপনি মৃত্যুনিবন্ধনের আবেদন করতে পারবেন।
সাধারণত মৃত্যুনিবন্ধন করতে মৃত ব্যক্তির জন্মনিবন্ধন সনদ, মৃত্যুর তারিখ ও স্থান–সম্পর্কিত প্রমাণপত্র, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের ফটোকপি, আবেদনকারীর ঠিকানার তথ্য ও মুঠোফোন নম্বর দিতে হয়।
দেশের প্রত্যেক নাগরিকের যেমন জন্মসনদ থাকা প্রয়োজন, তেমন প্রত্যেক মৃত ব্যক্তির নিবন্ধন থাকাটাও জরুরি। সরকারিভাবে যেকোনো নাগরিকের নাগরিক সুবিধা নিশ্চিত করতে মৃত্যুর পরও যাবতীয় তথ্য রেজিস্ট্রারে সংরক্ষণ করা হয়।
অনলাইনে মৃত্যুনিবন্ধনের আবেদন করতে হয় এই লিংকের মাধ্যমে: bdris.
মৃত ব্যক্তির জন্মনিবন্ধন সনদের ফটোকপি
মৃত ব্যক্তির স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার তথ্য
মৃত্যুর তারিখ ও মৃত্যুর স্থান
মৃত ব্যক্তির লাশ দাফন বা সৎকারসংক্রান্ত প্রমাণপত্র।
কোথায় ও কীভাবে মারা গেছেন, সেই স্থানের ঠিকানা
মৃত ব্যক্তি যদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বা কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করে থাকেন, সে ক্ষেত্রে হাসপাতালের ছাড়পত্র ও হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুসনদ। অপঘাতে মৃত্যু হলে থানা থেকে প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করে নিতে হবে। তা না হলে পরে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন।
মৃত ব্যক্তির পক্ষ থেকে যিনি আবেদন করবেন, তাঁর জন্মনিবন্ধন নম্বর বা এনআইডির তথ্য আবেদনের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে।
আরও পড়ুন৮ মাস প্রশিক্ষণ নিয়ে জাপানে চাকরির সুযোগ ২ ঘণ্টা আগেমৃত্যুনিবন্ধনের জন্য জন্মনিবন্ধন কেন জরুরিএকজন ব্যক্তির মৃত্যুনিবন্ধন করার সময় সেই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য জন্মনিবন্ধন সনদের প্রয়োজন হয়। যদিও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়েই তা নিশ্চিত করা সম্ভব। তবুও বিভিন্ন বিষয় বিবেচনা করে মৃত্যুনিবন্ধন করার সময় জন্মনিবন্ধনের ফটোকপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ ক্ষেত্রে মৃত ব্যক্তির জন্মনিবন্ধন করা না থাকলে কী করবেন? প্রথমে আপনাকে অনলাইনে মৃত ব্যক্তির জন্মনিবন্ধন করে নিতে হবে। এরপর আপনি মৃত্যুনিবন্ধন সনদের জন্য আবেদন করতে পারবেন।
মৃত ব্যক্তির ঠিকানার তথ্য দিতে হয় কেনমৃত্যুনিবন্ধন সনদ মৃত ব্যক্তির উত্তরাধিকার শনাক্তের দলিল। এ ক্ষেত্রে কোনো ব্যক্তির পরিচিতির অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হলো বর্তমান ও স্থায়ী ঠিকানা। জন্মনিবন্ধনের মাধ্যমে মৃত ব্যক্তির বর্তমান ও স্থায়ী ঠিকানা নিশ্চিত করা যায়। ঠিকানা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যক্তির নামে থাকা পানি, বিদ্যুৎ বা টেলিফোন বিলের রসিদের কপি সংশ্লিষ্ট কার্যালয়ে (যেমন ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়) জমা দেওয়া যাবে।
আরও পড়ুন‘অনেক চাকরি নিয়ে বসে আছি, কিন্তু লোক পাচ্ছি না’১৯ জানুয়ারি ২০২৫মৃত্যুর প্রমাণপত্র কীমৃত্যুসনদ প্রস্তুত করতে ব্যক্তির মৃত্যুর তারিখ ও স্থানসংক্রান্ত প্রমাণপত্র অবশ্যই দিতে হবে। ব্যক্তি কত তারিখে মৃত্যুবরণ করেছেন? কীভাবে, অর্থাৎ স্বাভাবিক না অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন? কোন এলাকায় মৃত্যুবরণ করেছেন? এসবের উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে। মৃত্যুর প্রমাণপত্রও মৃত ব্যক্তির উত্তরাধিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ রক্ষণাবেক্ষণ ও উত্তরাধিকারদের ন্যায্য হিস্যা প্রাপ্তির জন্য এটি প্রয়োজন।
হাসপাতালে অথবা কোনো চিকিৎসকের অধীন মৃত্যু হলে সেই চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর কাছ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে রাখতে হবে। যদি সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা বা অপঘাতে মৃত্যু হয়, সে ক্ষেত্রে ময়নাতদন্তের প্রয়োজন হয়। ময়নাতদন্ত করা হলে ময়নাতদন্ত প্রতিবেদনের ফটোকপিও সংগ্রহে রাখতে হবে। মৃত ব্যক্তির লাশ যেখানে দাফন বা সৎকার করা হচ্ছে, সেখানকার রসিদ সংগ্রহে রাখুন।
যেকোনো একটি মৃত্যুর প্রমাণপত্র জমা দিলেও মৃত্যুনিবন্ধন করা যাবে। তবে আদালত থেকে উত্তরাধিকার সনদপ্রাপ্তির সময় উল্লেখিত প্রমাণপত্রগুলো প্রয়োজন হবে।
আবেদনকারীর তথ্যযেহেতু মৃত্যুসনদ গুরুত্বপূর্ণ দলিল, তাই মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া জরুরি। এ জন্য বিশ্বস্ত মাধ্যম ছাড়া এই সনদের নিবন্ধনের আবেদন গ্রহণ করা হয় না। মৃত ব্যক্তির পরিবারের সদস্য বা অন্যান্য অভিভাবক, অথবা সরকারিভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিই শুধু আবেদন করতে পারবেন। এ জন্য নিবন্ধকের কাছে আবেদন করার সময় আবেদনকারীর তথ্য হিসেবে জন্মনিবন্ধন নম্বর, মুঠোফোন নম্বর ও ঠিকানা দিতে হবে।
মৃত্যুনিবন্ধন ফিকোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যুনিবন্ধন করলে কোনো ফি দিতে হয় না। ব্যক্তির মৃত্যুবরণের ৪৫ দিন পেরিয়ে গেলে ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ফি দিতে হয়। এ ক্ষেত্রে আপনি স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়ে সরাসরি ফি জমা দিতে পারেন। অথবা, অনলাইনে বিকাশের মাধ্যমেও ফি দেওয়া যায়।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
[email protected]
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন শ চ ত কর র জন য কর র স করব ন র সময় সনদ র
এছাড়াও পড়ুন:
পুড়ে যাওয়া মার্কেটের মালিকের কাছে চাঁদা চেয়েছিলেন যুবদল নেতা, অডিও ভাইরাল
খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে পুড়ে যাওয়া অস্থায়ী মার্কেটের মালিক রাসেল মিয়ার সঙ্গে যুবদল নেতা নাজমুল হুদা সাগরের চাঁদা চাওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত ১৯ মার্চ আগুনে পিকচার প্যালেস সুপার মার্কেট পুড়ে যায়। ফোনালাপটি এর কয়েকদিন আগের। সাগর খুলনা মহানগর যুবদলের সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক। যুবদলের ওই কমিটির সভাপতি মাহাবুব হাসান পিয়ারু গত ২৩ মার্চ রাতে মুক্তিপণের দাবিতে এক ব্যবসায়ীকে অপহরণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
১ মিনিট ৫৪ সেকেন্ডের ফোনালাপের শুরুতে মার্কেট মালিক রাসেলকে সাগর বলেন, ‘তুমি আমার সঙ্গে যোগাযোগ করছো না, এটা কি ঠিক হচ্ছে তোমার?’
জবাবে রাসেল বলেন, ‘ভাই, আমি আছি খুব বিপদে।’
তখন সাগর বলেন, ‘তুমি আমারে বলছো টাকা দিয়ে যাবা, তুমি পাঁচ মাসেও আমার সঙ্গে যোগাযোগই করলে না। এটা তোমার কাছে আমি প্রত্যাশা করি?’
রাসেল বলেন, ‘ভাই টাকা ইনকাম করাই এখন কঠিন হয়ে গেছে।’
উত্তরে সাগর বলেন, ‘কেন ইনকাম কঠিন হয়ে গেল কেন? তুমি আমারে প্রথমে বললা ৫০ হাজার করে দিবা পিকচার প্যালেস থেকে। সেদিন বললা না ভাই ৩০ হাজার করে দিব। একটা টাকাও দিলা না। তুমি তো মেলাটেলা করতেছো।’
মার্কেট মালিক বলেন, ‘আমি মেলা করছি না। মন্টুর মেলায় কয়েকটি স্টল দিয়েছি।’ এরপর আরও কিছু কথা হয় দু’জনের মধ্যে।
শেষে যুবদল নেতা বলেন, ‘যাই হোক তুমি আমার সঙ্গে যে কমিটমেন্ট করেছো সেটা কি রাখবা, না রাখবা না ? সেটা বললেই হয়ে যায়।’
মার্কেট মালিক বলেন, ‘এখন পিকচার প্যালেসের যে অবস্থা, আছি খুব বিপদে। দোকানদারদের বেচাকেনা কম। টাকা-পয়সা ঠিকমতো দিতে পারছে না। আমিও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না।’
ব্যবসায়ীর বক্তব্য শেষে কিছুটা সময় চুপ করে রূঢ় কণ্ঠে সাগরকে বলেন, ‘আচ্ছা ঠিক আছে।’
অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে নাজমুল হুদা বলেন, ‘কোনো মন্তব্য করব না।’
এ বিষয়ে রাসেল মিয়া বলেন, ‘আমি শেষ হয়ে গেছি। পথে বইসে গেছি। আমারে আর শেষ কইরেন না’।
আগুনে পিকচার প্যালেস সুপার মার্কেটের ৪৪টি দোকান পুড়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়েন ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের জায়গা ভাড়া নিয়ে এক বছর আগে অস্থায়ী মার্কেট তৈরি করেন ব্যবসায়ী রাসেল মিয়া। তিনি শহরে মেলা রাসেল নামে পরিচিত।