ফেসবুক পোস্ট নির্দিষ্ট ব্যক্তিদের কাছে লুকিয়ে রাখবেন যেভাবে
Published: 23rd, February 2025 GMT
ফেসবুকে দৈনন্দিন জীবনের বিভিন্ন তথ্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেন অনেকেই। এতে পারিবারিক বিভিন্ন ছবি বা তথ্য অনিচ্ছা সত্ত্বেও ফেসবুকের বন্ধুতালিকায় থাকা স্বল্প পরিচিত ব্যক্তি বা সহকর্মীদের কাছে চলে যায়। এতে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হলেও সম্পর্ক নষ্টের ভয়ে তাঁদের বন্ধুতালিকা থেকে বাদ দেওয়া যায় না। তবে চাইলেই ফেসবুকের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করে আমাদের পোস্টগুলো কারা দেখতে পারবেন, তা নির্ধারণ করে দেওয়া যায়।
আরও পড়ুনআপনার ফেসবুক অ্যাকাউন্ট গোপনে কি অন্য কেউ ব্যবহার করছে?১৩ নভেম্বর ২০২৩ফেসবুক পোস্ট কোন কোন ব্যক্তি দেখতে পারবেন, তা নির্ধারণের জন্য প্রথমে ফেসবুক অ্যাপ থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করতে হবে। এরপর ‘সেটিংস’–এ ক্লিক করে ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ অপশনের মধ্যে থাকা ‘পোস্ট’ নির্বাচন করতে হবে। এরপর ‘হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্টস’ সেটিংস নির্বাচন করতে হবে। এখানে পাবলিক, ফ্রেন্ডস, ফ্রেন্ডস একসেপ্ট…, স্পেসিফিক ফ্রেন্ডস এবং অনলি মি—এই পাঁচটি অপশন দেখা যাবে। পাবলিক অপশন নির্বাচন করলে ফেসবুক পোস্ট সবাই দেখতে পারবেন, ফ্রেন্ডস অপশন নির্বাচন করলে শুধু ফেসবুক বন্ধুরা দেখতে পারবেন, যদি নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছ থেকে পোস্ট লুকিয়ে রাখতে হয়, তাহলে ‘ফ্রেন্ডস এক্সসেপ্ট’ অপশনে ক্লিক করে তাঁদের নাম নির্বাচন করতে হবে। স্পেসিফিক ফ্রেন্ডস নির্বাচন করলে নির্দিষ্ট কয়েকজনের নাম নির্বাচন করতে হবে তখন শুধু তাঁরাই সেই পোস্ট দেখতে পারবেন। আর অনলি মি নির্বাচন করলে ব্যবহারকারী শুধু নিজেই তাঁর ফেসবুক পোস্ট দেখতে পারবেন।
সূত্র: টেকলুসিভ
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ সব ক প স ট
এছাড়াও পড়ুন:
অর্ধযুগ পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া
অর্ধযুগের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে আসেন তিনি। এখানে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করবেন তিনি।
সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে আসেন খালেদা জিয়া। ওই সময় তিন মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করেন। এরপর দীর্ঘদিন কারাগারে থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করা হয়নি তাঁর।
উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে আসেন বিএনপির চেয়ারপারসন। ৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
বাসায় ফেরার পর গত দুই মাসে খালেদা জিয়াকে আর হাসপাতালে নিতে হয়নি। কোনো পরীক্ষার প্রয়োজন হলে দ্য ক্লিনিকের চিকিৎসক ও বিশেষজ্ঞরা বাসায় গিয়ে তাঁর স্বাস্থ্যের পরীক্ষা করছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি দ্য ক্লিনিকের অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের অধীনে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সদস্যরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।
খালেদা জিয়া কবে দেশে ফিরতে পারেন, এমন প্রশ্নের উত্তরে জাহিদ হোসেন বলেন, ঈদের পর তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের পরামর্শে তিনি এপ্রিলের যেকোনো দিন দেশে ফিরতে পারেন। তবে পুরো বিষয়টি মেডিকেল টিমের অনুমতির ওপর নির্ভর করছে। তারেক রহমানও শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।
আরও পড়ুনলন্ডনে খালেদা জিয়া, বিমানবন্দরে মাকে স্বাগত জানান তারেক রহমান০৮ জানুয়ারি ২০২৫২০১৮ সালে বিএনপির চেয়ারপারসনকে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় সাজা নিয়ে তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন; কিন্তু বিএনপির নেত্রীর লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে বলে বাংলাদেশের চিকিৎসকেরা অনেক দিন ধরে বলে আসছিলেন। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে ২০২০ সাল থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কয়েক দফা আবেদন করা হয়; কিন্তু সেই সরকার তাতে সাড়া দেয়নি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত। এরপর ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন।
আরও পড়ুনখালেদা জিয়া লন্ডনে ছেলের বাসায়, স্বাস্থ্য স্থিতিশীল২৫ জানুয়ারি ২০২৫