ফেসবুক পোস্ট নির্দিষ্ট ব্যক্তিদের কাছে লুকিয়ে রাখবেন যেভাবে
Published: 23rd, February 2025 GMT
ফেসবুকে দৈনন্দিন জীবনের বিভিন্ন তথ্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেন অনেকেই। এতে পারিবারিক বিভিন্ন ছবি বা তথ্য অনিচ্ছা সত্ত্বেও ফেসবুকের বন্ধুতালিকায় থাকা স্বল্প পরিচিত ব্যক্তি বা সহকর্মীদের কাছে চলে যায়। এতে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হলেও সম্পর্ক নষ্টের ভয়ে তাঁদের বন্ধুতালিকা থেকে বাদ দেওয়া যায় না। তবে চাইলেই ফেসবুকের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করে আমাদের পোস্টগুলো কারা দেখতে পারবেন, তা নির্ধারণ করে দেওয়া যায়।
আরও পড়ুনআপনার ফেসবুক অ্যাকাউন্ট গোপনে কি অন্য কেউ ব্যবহার করছে?১৩ নভেম্বর ২০২৩ফেসবুক পোস্ট কোন কোন ব্যক্তি দেখতে পারবেন, তা নির্ধারণের জন্য প্রথমে ফেসবুক অ্যাপ থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করতে হবে। এরপর ‘সেটিংস’–এ ক্লিক করে ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ অপশনের মধ্যে থাকা ‘পোস্ট’ নির্বাচন করতে হবে। এরপর ‘হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্টস’ সেটিংস নির্বাচন করতে হবে। এখানে পাবলিক, ফ্রেন্ডস, ফ্রেন্ডস একসেপ্ট…, স্পেসিফিক ফ্রেন্ডস এবং অনলি মি—এই পাঁচটি অপশন দেখা যাবে। পাবলিক অপশন নির্বাচন করলে ফেসবুক পোস্ট সবাই দেখতে পারবেন, ফ্রেন্ডস অপশন নির্বাচন করলে শুধু ফেসবুক বন্ধুরা দেখতে পারবেন, যদি নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছ থেকে পোস্ট লুকিয়ে রাখতে হয়, তাহলে ‘ফ্রেন্ডস এক্সসেপ্ট’ অপশনে ক্লিক করে তাঁদের নাম নির্বাচন করতে হবে। স্পেসিফিক ফ্রেন্ডস নির্বাচন করলে নির্দিষ্ট কয়েকজনের নাম নির্বাচন করতে হবে তখন শুধু তাঁরাই সেই পোস্ট দেখতে পারবেন। আর অনলি মি নির্বাচন করলে ব্যবহারকারী শুধু নিজেই তাঁর ফেসবুক পোস্ট দেখতে পারবেন।
সূত্র: টেকলুসিভ