বিদেশে ঘুরতে গেলেই লোকে ভাবে পাত্রের খোঁজে গিয়েছি : পায়েল
Published: 23rd, February 2025 GMT
বয়স হলো ৪০। এখনও বিয়ে করেননি অভিনেত্রী পায়েল। ফলে কলকাতার অভিনেত্রী পায়েল সরকারের বিয়ে নিয়ে তার ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের এতটাই আগ্রহ যে, সম্প্রতি এক সাক্ষাৎকারে পায়েল বলেছেন, তিনি দেশের বাইরে ঘুরতে গেলেও মানুষ মনে করে- পাত্রের সন্ধানে গেছেন।
এই নায়িকা বলেন, আমি আমেরিকায় একটা পুরস্কার নিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছিলাম। সেই ছবি দেখার পর অনেকেই বলা শুরু করল, আমি নাকি পাত্র খুঁজতে আমেরিকায় গিয়েছি! অথচ ছবিটা নিয়ে কেউ কথা বললো না। তাই মনে হয়, অভিনেত্রীদের কাজের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়েই মানুষের আগ্রহ বেশি। সেদিক থেকে দেখলে, বাঙালির আধুনিক, উন্মুক্ত চিন্তাধারাটা কোথাও যেন হারিয়ে গিয়েছে বলে মনে হয়।
কিন্তু প্রেম-বিয়ে নিয়ে কী ভাবছেন এই অভিনেত্রী? একটি ঘটনা উল্লেখ করে পায়েল বলেন, “কমলদা (পরিচালক কমলেশ্বর মুখার্জি) একবার আমাকে বলেছিলেন, ‘ক্যারিয়ার তৈরি করতে হলে তাড়াতাড়ি বিয়ে করা যাবে না।”
তাহলে কি পরিচালকের পরামর্শ মেনে বিয়ে করছেন না পায়েল? অবশ্য এ প্রশ্নের উত্তর পাওয়া গেছে তার বক্তব্যে। পায়েলের মতে, “আবার জীবনে এ রকম কেউও থাকতে পারেন, যে হয়তো আমাকে আমার সম্পূর্ণ ক্যারিয়ারে সাপোর্ট করে গেলেন। একজন প্রকৃত পুরুষ কখনো তার জীবনসঙ্গীকে পিছিয়ে রাখতে চাইবেন না। বরং সাপোর্ট করবেন, সঙ্গীকে সব সময় এগিয়ে দেবেন। এ রকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায়!”
তবে কি মনের মতো মানুষ কি খুঁজে পেয়েছেন পায়েল? জবাবে এই অভিনেত্রী বলেন, “দেখা যাক, ঠিক সময়ে জানতে পারবেন।”
এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে গুঞ্জন চাউর হয়েছিল, একজন প্রবাসীকে বিয়ে করতে যাচ্ছেন পায়েল। কিন্তু এই খবর উড়িয়ে দিয়ে তিনি জানান, কোনো প্রবাসীকে বিয়ে করছেন না। বরং কলকাতার কোনো ছেলেকে বিয়ে করবেন পায়েল।
বর্তমানে পায়েলের হাতে চারটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘দি অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ সিনেমার কাজ শেষ করেছেন। তবে ‘বিষণ্ন’, ‘এখানে অন্ধকার’, ‘আপনজন’ সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: প য় ল সরক র
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে অটোরিকশা ছিনতাই, ‘গণপিটুনিতে’ নিহত ১
মুন্সীগঞ্জের শ্রীনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের সময় গণপিটুনিতে জহির (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
শনিবার (২৯ মার্চ) সকালে উপজেলার তন্তর এলাকায় ঘটনাটি ঘটে।
শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, আজ ভোরে তন্তর এলাকায়ে মহসিন মিয়ার (৪২) অটোরিকশায় যাত্রীবেসে ওঠেন চারজন। মাঝপথে মহাসিন মিয়ার গলায় ছুরি চালিয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যান একজন। এ সময় অটোরিকশা চালকের চিৎকারে আশপাশের লোকজন বাকি তিনজনকে ধরে গণপিটুনি দেয়।
আরো পড়ুন:
ভিক্ষুককে যৌন নিপীড়নের অভিযোগে গণধোলাই
কিশোরগঞ্জে ট্রেনের ইঞ্জিনে উঠতে নিষেধ করায় চালককে মারধর
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অটোরিকশা চালকসহ তিন অভিযুক্তকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সকাল সাড়ে ১১ টার দিকে একজনের মৃত্যু হয়। নিহত জহির মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ঢাকা/রতন/মাসুদ