সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শওকত আলী আর নেই
Published: 23rd, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
সাবেক সিনিয়র সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শওকত আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহতের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তারা জানান, শওকত আলী আজ ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর। আসরের নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
শওকত আলী ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদান করেন। তিনি ২০০১ সালে কৃষি মন্ত্রণালয়ের সচিব থেকে সরকারি চাকরি থেকে অবসরে যান। ৯ জানুয়ারি ২০০৭ সাল থেকে ৫ জানুয়ারি ২০০৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
সবশেষ, তিনি সহকারী অধ্যাপক হিসেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এবং ঢাকার সিভিল সার্ভিস কলেজে যুক্ত ছিলেন।
বিএইচ
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
ঢাকায় বস্ত্র খাতের যন্ত্রপাতির প্রদর্শনী শুরু
তৈরি পোশাক ও বস্ত্র খাতের যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী ডিটিজি আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ ও হংকংয়ের ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি যৌথ উদ্যোগে চার দিনব্যাপী ডিটিজি আয়োজন করেছে। এবারের প্রদর্শনীতে চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপানসহ ৩৩ দেশের ১ হাজার ১০০ ব্র্যান্ডের ১ হাজার ৬০০ স্টল রয়েছে।
বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসের ওভারসিজ পরিচালক আকাই লিন বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন বিটিএমএর সহসভাপতি শামীম ইসলাম ও পরিচালক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। বিটিএমএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, প্রতিষ্ঠানের উৎপাদন খরচ কমাতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজার–সুবিধা হয়তো আর থাকবে না। তখন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তাই যেকোনোভাবে বিভিন্ন খরচ কমাতে হবে।
বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বস্ত্র খাতে ইতিমধ্যে প্রায় ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। যার কারণে রপ্তানিমুখী নিট পোশাকের শতভাগ কাপড় সরবরাহের সক্ষমতা তৈরি হয়েছে। সরকার যদি আগামী ১০ বছরের জন্য গ্যাসের দাম ও ব্যাংকের সুদের হার সম্পর্কে পূর্বাভাস দিতে পারে, তাহলে আমরা আরও বিনিয়োগ করতে পারব। আমরা বিনিয়োগকারীরা কোনো ধরনের অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই না।
প্রদর্শনীতে তৈরি পোশাক ও বস্ত্র খাতের যন্ত্রপাতি, কাপড়, ফিলামেন্ট, রাসায়নিক, ডাইং প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শন করা হচ্ছে। এবারের প্রদর্শনীতে ফ্যাশন শোও থাকবে। এ ছাড়া চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।