গাজীপুর মহানগরীর একটি পোশাক তৈরি কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ বিভিন্ন পরিবহনের চালকরা। 

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, মহানগরীর বাসন সড়ক এলাকায় হামীম গ্রুপের দ্যাটস ইট নামে একটি কারখানা ৭২ জন শ্রমিককে ছাঁটাই করে। এর প্রতিবাদে রবিবার (২৩ ফেব্রুয়ারি) ছাঁটাইকৃত শ্রমিকসহ অন্য শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা বাসন সড়কের কলম্বিয়া গার্মেন্টেসর সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। 

শ্রমিকরা জানান, কিছুদিন আগে কারখানার এক স্টাফের সঙ্গে কিছু শ্রমিকের দ্বন্দ্বকে কেন্দ্র করে আজ প্রায় ৭২জন শ্রমিক ছাঁটাইয়ের তালিকা কারখানার গেটে ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। এটা কেন করলো তার সঠিক ব্যাখ্যা দিতে হবে। ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই চলবে না। 

আরো পড়ুন:

কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ 

সাভারে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

এদিকে, মহানগরীর বাসন থানাধীন অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা ফ্যাক্টরি খোলার দাবি ও দুই মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেন। 

এবিষয়ে কথা বলার জন্য হামীম গ্রুপের দ্যাটস ইট কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প-পুলিশের পরিদর্শক মঞ্জুরুল হক বলেন, “হামীম গ্রুপের একটি প্রতিষ্ঠানের ৭২ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ওই ঘটনায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।” 

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, “শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ক ষ ভ কর

এছাড়াও পড়ুন:

মহাসড়কে সাত দিন চলবে না ট্রাক, লরি ও কাভার্ডভ্যান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এর আওতায় মহাসড়কে ঈদের আগে ও পরে মোট সাত দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। রোববার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে উল্লেখ করা হয়, ঈদুল ফিতর উপলক্ষে সাধারণত প্রায় ১ কোটির বেশি মানুষ ঢাকা মহানগর ছেড়ে দেশের বিভিন্ন এলাকায় যান এবং প্রায় ৩০ লাখের বেশি মানুষ বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসেন। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য করতে ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে– আগামী ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা। আবদুল্লাহপুর থেকে ধউর/আশুলিয়া সড়ক একমুখীকরণ ও বিআরটি লেন দিয়ে শুধু আউটগোয়িংয়ের যান চলাচলের ব্যবস্থা নেওয়া। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ২৫ মার্চ থেকে ঈদের আগের রাত পর্যন্ত সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের এয়ারপোর্ট থেকে গাজীপুর আসা ও যাওয়ার লেন দুটিতে শুধু ঢাকা থেকে বের হওয়ার গাড়ি চলাচল করবে। এ ছাড়া ঈদযাত্রা সংশ্লিষ্ট যানবাহন ছাড়া অন্য সব গাড়িকে জরুরি প্রয়োজন ছাড়া কয়েকটি সড়কের নির্দিষ্ট কিছু অংশ এড়িয়ে চলার অনুরোধও করা হয়েছে। যেমন– ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট থেকে আবদুল্লাপুর, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, ঢাকা-আরিচা মহাসড়কের শ্যামলী থেকে গাবতলী, ঢাকা-কেরানীগঞ্জ সড়কের ফুলবাড়িয়া থেকে তাঁতী বাজার হয়ে বাবুবাজার সেতু, ঢাকা-মাওয়া মহাসড়কের যাত্রাবাড়ী থেকে বুড়িগঙ্গা সেতু, মোহাম্মদপুর বছিলা ক্রসিং থেকে বছিলা সেতু সড়ক ও আবদুল্লাপুর থেকে ধউর ব্রিজ সড়ক।

সম্পর্কিত নিবন্ধ

  • উত্তরের পথে ঘরমুখ মানুষের চাপ, নেই যানজট 
  • ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে বারবার আগুনের কারণ কী
  • ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
  • ময়মনসিংহে আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু
  • ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, প্রাণ হারালেন কাভার্ডভ্যান চাপায়
  • বায়ুদূষণে ঢাকাকে ছাড়াল কোন ৩ শহর
  • রামগতিতে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ
  • ময়মনসিংহে কারাফটক থেকে তৃতীয়বারের মতো গ্রেপ্তার সাবেক প্যানেল মেয়র
  • ট্রেনে ঈদযাত্রা শুরু 
  • মহাসড়কে সাত দিন চলবে না ট্রাক, লরি ও কাভার্ডভ্যান