গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
Published: 23rd, February 2025 GMT
গাজীপুর মহানগরীর একটি পোশাক তৈরি কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ বিভিন্ন পরিবহনের চালকরা।
শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, মহানগরীর বাসন সড়ক এলাকায় হামীম গ্রুপের দ্যাটস ইট নামে একটি কারখানা ৭২ জন শ্রমিককে ছাঁটাই করে। এর প্রতিবাদে রবিবার (২৩ ফেব্রুয়ারি) ছাঁটাইকৃত শ্রমিকসহ অন্য শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা বাসন সড়কের কলম্বিয়া গার্মেন্টেসর সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
শ্রমিকরা জানান, কিছুদিন আগে কারখানার এক স্টাফের সঙ্গে কিছু শ্রমিকের দ্বন্দ্বকে কেন্দ্র করে আজ প্রায় ৭২জন শ্রমিক ছাঁটাইয়ের তালিকা কারখানার গেটে ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। এটা কেন করলো তার সঠিক ব্যাখ্যা দিতে হবে। ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই চলবে না।
আরো পড়ুন:
কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ
সাভারে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
এদিকে, মহানগরীর বাসন থানাধীন অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা ফ্যাক্টরি খোলার দাবি ও দুই মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেন।
এবিষয়ে কথা বলার জন্য হামীম গ্রুপের দ্যাটস ইট কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প-পুলিশের পরিদর্শক মঞ্জুরুল হক বলেন, “হামীম গ্রুপের একটি প্রতিষ্ঠানের ৭২ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ওই ঘটনায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।”
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, “শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব ক ষ ভ কর
এছাড়াও পড়ুন:
সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে বিচার বিভাগ অগ্রগামী ভূমিকা পালন করেছে: প্রধান বিচারপতি
বিচার বিভাগ সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলনকক্ষে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতাবিষয়ক আঞ্চলিক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘আজকের সেমিনারটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশ একটি জাতীয় প্রচেষ্টার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ খাতভিত্তিক সংস্কার প্রস্তাবের ওপর রাজনৈতিক ঐকমত্য গঠনের চেষ্টা চলছে।’
সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘আমাদের সংস্কার প্রচেষ্টাগুলোর স্থায়িত্ব নিশ্চিত করার উপায়গুলো অন্বেষণ এবং নির্ধারণ করতে হবে। জেলার বিচার বিভাগ এবং বিচারকদের নিজ নিজ ভূমিকায় সংস্কারক ও উদ্ভাবক হিসেবে আত্মপ্রকাশ এবং সংস্কার কর্মসূচির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে হবে।’
বিচার বিভাগের বিস্তৃতি এবং খাতভিত্তিক সংস্কার প্রস্তাবগুলো প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্কার কমিশনগুলোর সঙ্গে ভাগাভাগি করা হয়েছে জানিয়ে বিচারপতি বলেন, প্রস্তাবগুলোর লক্ষ্য হলো, জনগণকেন্দ্রিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠা এবং সাধারণ জনগণের জন্য দক্ষ ও দ্রুত সেবা প্রদান করা। ময়মনসিংহে এই সেমিনারের ভূমিকা হবে সেই প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।
ইউএনডিপির উদ্যোগে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। আরও বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ্ মাহবুব। বাণিজ্যিক আদালতের রোডম্যাপ–বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন শরিফুল আলম। পাশাপাশি সারসংক্ষেপ উপস্থাপন করেন ইউএনডিপির রোমানা শোয়েগার। সেমিনারে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা জেলার বিচারক ও পাবলিক প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।