পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ‘সংকটজনক’
Published: 23rd, February 2025 GMT
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা এখন ‘সংকটজনক’ বলে জানিয়েছে ভ্যাটিকান। হাঁপানি, নিউমোনিয়াসহ আরো বেশকিছু শারীরিক জাটিলতা নিয়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিসের অবস্থা এখন সংকটজনক। তিনি বিপদমুক্ত নন। প্লাটিলেট কমে যাওয়ায় পোপকে রক্ত দিতে হয়েছে।
এত অসুস্থতার মধ্যেও ৮৮ বছর বয়সী এই ধর্মগুরু সজাগ রয়েছেন। এমনকি তিনি চেয়ারেও বসতে পারছেন বলে জানানো হয়। কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে ‘উচ্চমাত্রায়’ অক্সিজেন দিতে হচ্ছে।
আরো পড়ুন:
ভূমধ্যসাগরে স্বপ্নের সমাধি গোপালগঞ্জের ৩ যুবকের
ভূমধ্যসাগরে মৃত্যু
রাজৈরে নিহত ১০ জনের পরিবারে চলছে মাতম
বিবিসি জানিয়েছে, রোমের জেমেলি হাসপাতালে পোপ ফ্রান্সিসের উভয় ফুসফুসে নিউমোনিয়ার চিকিৎসা চলছে।
পোপ ফ্রান্সিস তার স্বাস্থ্য সম্পর্কে খোলামেলাভাবে কথা বলার জন্য অনুরোধ করেছেন, তাই ভ্যাটিকান প্রতিদিনের বিবৃতি প্রকাশ করা শুরু করেছে। তবে বিবৃতিগুলোর সুর এবং দৈর্ঘ্য ভিন্ন হয়ে থাকে, যার ফলে পোপ-পর্যবেক্ষকদের মাঝে মাঝেই কিছু বোঝার চেষ্টা করতে হয়।
কিন্তু পোপ পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা সম্পর্কে এটি এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট বিবৃতি এবং এটি অস্বাভাবিকভাবে বিস্তারিত। তবে কোনো পূর্বাভাস দিতে রাজি হয়নি ভ্যাটিকান।
বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্ট অনুভব করার পর পোপকে গত ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাপ্তবয়স্ক অবস্থায় প্লুরিসি (ফুসফুসের চারপাশে প্রদাহ) হওয়ার কারণে এবং ২১ বছর বয়সে তার ফুসফুসের একটি অংশ অপসারণের কারণে তিনি বিশেষ করে ফুসফুসের সংক্রমণের ঝুঁকিতে থাকেন।
পোপ ফ্রান্সিস ২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হন। তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন। গত এক হাজার বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না-হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে পৌঁছেছেন।
আর্জেন্টাইন এই ব্যক্তিকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে, যার মধ্যে রয়েছে ২০২৩ সালের মার্চ মাসে ব্রঙ্কাইটিসের কারণে তিনি তিন রাত হাসপাতালে কাটিয়েছিলেন।
পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার সর্বশেষ খবরটি বিশ্বব্যাপী ক্যাথলিকদের উদ্বিগ্ন করে তুলেছে।
ক্যাথলিক চার্চের জন্য চলতি বছরটি একটি ব্যস্ত জুবিলি বছর, যেখানে রোমে বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমনের সম্ভাবনা রয়েছে এবং পোপের জন্য অনুষ্ঠানের একটি বড় সময়সূচি রয়েছে। তিনি নিষ্ক্রিয় থাকা উপভোগ করার জন্য পরিচিত নন। হাসপাতালে থাকা সত্ত্বেও, তার চিকিৎসকরা বলেছেন যে, তিনি এই সপ্তাহে চ্যাপেলে প্রার্থনা করতে গিয়েছিলেন এবং তার চেয়ারে বসে পাঠ করছিলেন।
তবে পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার অবনতির সর্বশেষ তথ্য জানানোর আগেই ভ্যাটিকান বলেছিল, তিনি রবিবার তীর্থযাত্রীদের সঙ্গে প্রার্থনা পরিচালনা করতে জনসমক্ষে উপস্থিত হবেন না। যার মানে, তিনি টানা দ্বিতীয় সপ্তাহের জন্য এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।
শুভাকাঙ্ক্ষীরা রোমের জেমেলি হাসপাতালের বাইরে পোপের জন্য মোমবাতি, ফুল এবং চিঠি রেখে যাচ্ছেন। ইতালীয় এক ব্যক্তি বিবিসিকে বলেছেন, “আমরা রোমে পোপের খুব কাছাকাছি অনুভব করি। আমরা সর্বশেষটি খবরটি দেখেছি এবং আমরা চিন্তিত।”
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প প ফ র ন স স র শ র র ক অবস থ র জন য
এছাড়াও পড়ুন:
প্রায় ১৮ বছর পর ঘরের মাঠে চেন্নাইয়ের ‘অন্যরকম’ হার
ঘরের মাঠেই ছন্নছাড়া পারফরম্যান্স চেন্নাই সুপার কিংসের (সিএসকে)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ৭ উইকেটে করা ১৯৬ রান তাড়া করতে গিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৬ রানে থামে হয় মহেন্দ্র সিং ধোনিদের ইনিংস। ৫০ রানে আরসিবির কাছে হারল সিএসকে। আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করল বিরাট কোহলিরা।
বছরের হিসেবে প্রায় ১৮ বছর আর দিনের হিসেবে ৬ হাজার ১৫৪ দিন পর চিদাম্বারাম স্টেডিয়ামে স্বাগতিক চেন্নাইয়ের বিপক্ষে জয় পেল বেঙ্গালুরু। এইপিএলের ইতিহাসে আরসিবির প্রথম জয়টা এসেছিল এই মাঠেই। ২০০৮ সালের প্রথম আসরেই বেঙ্গালুরু পেয়েছিল এমন জয়। ২১ মে’র সেই ম্যাচে চিদাম্বারাম স্টেডিয়ামে চেন্নাইকে ১৪ রানে হারায় বেঙ্গালুরু।
আরো পড়ুন:
আইপিএলে নতুন দায়িত্ব নিয়ে আসছেন ধোনি
গুরবাজের মধ্যে ধোনির ছায়া দেখেন গাভাস্কার
ঢাকা/নাভিদ