শিল্পে নতুন সচিব, দু-এক দিনের মধ্যে আরও ৯ সচিব
Published: 23rd, February 2025 GMT
নতুন শিল্পসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) মো. ওবায়দুর রহমান। এ ছাড়া দু-এক দিনের মধ্যে আরও নয়জনকে সচিবপদে শূন্য থাকা মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হবে।
এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
মোখলেস উর রহমান বলেন, চারটি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় সচিবপদের জন্য ১২ জনকে নির্বাচন করা হয়েছে। তাঁরা অধিকাংশই যোগ্য ও বঞ্চিত। তাঁদের মধ্যে কেউ চুক্তিতে নন। চাকরিতে কর্মরতদের মধ্যে থেকেই সচিব করা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো.মোখলেস উর রহমান
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র রহম ন
এছাড়াও পড়ুন:
সাকিবের ‘ইউটার্ন’
ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন এরকম সরগোল তুলে দলবদলের প্রক্রিয়াও সম্পন্ন করে ফেলেছিলেন সাকিব আল হাসান। শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে তাকে লুফে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু আলোচনা থেকেই যাচ্ছিল, মামলা ও গ্রেফতারি পরোয়ানায় থাকা সাকিব কি দেশে ফিরবেন?
২৪ ঘণ্টা যেতে না যেতেই বাস্তবতার মুখোমুখি সাকিব। নিজের সিদ্ধান্ত থেকে সরে এসে জানিয়ে দিয়েছেন, তার দলবদল স্থগিত করতে। গতকাল অনলাইনে দলবদল করে নেওয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন পুরো প্রক্রিয়া বাতিল করতে লিজেন্ডস অব রূপগঞ্জ চিঠি দিয়েছে ঢাকা লিগের আয়োজক সিসিডিমকে।
দলটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু মিরপুরে গণমাধ্যমে বলেছেন, ‘‘সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলানোর জন্য দলবদল প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। কিন্তু আজকে সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের অনুরোধ করেছেন তার দলবদলটা স্থগিত রাখার জন্য। সিসিডিএমকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। সাকিবের অনুরোধের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার আবেদনটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। তিনি বলেছেন, যখনই দেশে আসতে পারেন... আপনারা জানেন, তিনি বর্তমানে দেশে আসতে পারছেন না। তিনি দেশে যখন আসবেন, আমরা চেষ্টা করবো, গতবার তিনি যে দলে ছিলেন, সেই দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে তিনি যদি আমাদের দলে তখন খেলতে চান, তাকে আমরা লিজেন্ডস অব রূপগঞ্জে দলভূক্ত করব।’’
আরো পড়ুন:
সাকিবকে দলে ভিড়িয়ে আলোচনায় রূপগঞ্জ
‘যারা আছে তারা যোগ্য’- সাকিবের না থাকার মন্তব্যে লিপু
ক্ষমতার পালাবদলের পর সাকিবের দেশে ফেরা এবং খেলায় অংশ নেওয়ার পদক্ষেপ তৃতীয়বারের মতো আটকে গেল। প্রথমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে নিজের শেষ ম্যাচ মিরপুরে খেলতে চেয়েছিলেন। এজন্য দুবাই পর্যন্ত চলেও এসেছিলেন। কিন্তু সরকার থেকে অনুমতি না পাওয়ায় তার দেশে ফেরা হয়নি। এরপর বিপিএলেও খেলতে পারেননি চিটাগং কিংসের হয়ে। এবারও তার ফেরা আটকে গেল।
রাজনৈতিক কারণে তার খেলা নিয়ে সংশয় ছিল। যদিও লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেছিলেন, ‘‘আমরা রাজনীতিবিদ সাকিবকে নেইনি। খেলোয়াড় সাকিবকে নিয়েছি। ও যদি খেলতে না পারে তাহলে ওকে আমরা নেব কেন?’’ কিন্তু একদিন না যেতেই সাকিবকে পাওয়ার সব আশায় গুড়েবালি।
ঢাকা/ইয়াসিন/আমিনুল