শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান
Published: 23rd, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান।
রোববার (২৩ ফেব্রুয়ারি) তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ দ্রুত কার্যকর করা হবে।
ওবায়দুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মিজ জাকিয়া খানমকে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
বিএইচ
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
সুনামগঞ্জে যাত্রীবাহী দু’ বাসের সংঘর্ষ, আহত ২০
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় মদনপুর-দিরাই আঞ্চলিক সড়কে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাস গাগলী-নারাইনপুর পয়েন্টে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাই জনগণের তোপের মুখ থেকে বাঁচতে দ্রুত বাস চালাচ্ছিলেন চালক। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় বিপরীতদিক থেকে ছুটে আসা দিরাইগামী গেইটলক সার্ভিসের অপর যাত্রীবাহী বাসে সজোরে ধাক্কা দেয়। এ সময় উভয় বাসের ২০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। শাঞ্জিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাসে আটকে থাকা চালককে গাড়ি কেটে বের করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
চুরি-ডাকাতি বৃদ্ধি
রাত ১০টার পর বন্ধ থাকবে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক
সিরাজগঞ্জে অটোভ্যানে বাসের ধাক্কা, নিহত ২
উপজেলার জয়কলস ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ সয়ফুজ্জামান জানান, দুটি বাসে অনেক যাত্রী ছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সবাইকে উদ্ধার করা হয়েছে। ২০ থেকে ২২ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি রাইজিংবিডি-কে নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আলমগীর হোসেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসে আটকে থাকা চালককে গাড়ি কেটে বের করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়রা সুনামগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে। বর্তমান সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
ঢাকা/মনোয়ার/বকুল