মেরাজের রাতে রাসুল (সা.) জান্নাত পরিদর্শনের সময় হজরত বেলাল ইবনে রাবাহ (রা.)–র পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন। সেখান থেকে ফিরে রাসুল (সা.) হজরত বেলাল (রা.)–কে জিজ্ঞাসা করলেন, ‘হে বেলাল, ইসলাম গ্রহণের পর তুমি কী এমন কাজ করেছিলে, যে কারণে তুমি জান্নাতে পৌঁছে গেলে? গতরাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম!’

হজরত বেলাল (রা.

) বললেন, ‘ইয়া রাসুলুল্লাহ, আমি এমন কিছুই করিনি। তবে আমি কোনো গুনাহ করলেই দুই রাকাত নামাজ আদায় করি। আর অজু চলে গেলে তখনই আবার অজু করে দুই রাকাত নামাজ আদায় করি।’

আরও পড়ুনহজ ও কোরবানির প্রস্তুতির মাস জিলকদ ২৬ মে ২০২৩

কৃষ্ণাঙ্গ সাহাবি হজরত বেলাল (রা.)–র জন্ম মক্কায়। তবে তিনি ছিলেন আবিসিনিয়ার (বর্তমান ইথিওপিয়া) বংশোদ্ভূত। মক্কার প্রভাবশালী কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফের ক্রীতদাস ছিলেন তিনি। কুরাইশদের চোখে ক্রীতদাস হিসেবে বেলালের (রা.) ইসলাম গ্রহণ ছিল চরম ধৃষ্টতা। তাঁদের শত বছরের বিশ্বাস, চিন্তা ও আভিজাত্যের প্রতি প্রচণ্ড আঘাত হানে।

হজরত বেলাল (রা.)–এর মনিব উমাইয়া তাঁর ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তাঁকে ইসলাম ত্যাগের জন্য জবরদস্তি করতে থাকেন। তাতে বিফল হওয়ায় উমাইয়ার নির্দেশে বেলাল (রা.)–এর ওপর শুরু হয় নিষ্ঠুর নির্যাতন। কখনো মরুভূমির উত্তপ্ত বালুতে, কখনো তপ্ত অঙ্গারের ওপর তাঁকে শুইয়ে রাখা হতো, নৃশংসভাবে গলায় উত্তপ্ত রশি বেঁধে ছাগলের মতো তাঁকে মক্কার অলিতে-গলিতে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো। কখনো বুকের ওপর ভারি পাথর রেখে দেওয়া হতো। রুদ্ধ হয়ে আসত তাঁর নিশ্বাস।

আরও পড়ুনহজরত আলী (রা.)–র সাহসে এসে মিশেছে পাণ্ডিত্ব০৭ মে ২০২৩

এত নির্যাতনের মধ্যেও হজরত বেলাল (রা.) শুধু আহাদ, আহাদ (আল্লাহ এক, আল্লাহ এক) বলে চিৎকার করতেন। একদিন বাতহা উপত্যকায় বেলাল (রা.)–এর অত্যাচার চলছিল। আবু বকর (রা.) যাচ্ছিলেন সে পথ ধরে। ঘটনা দেখে তিনি ভীষণ মর্মাহত হলেন। মোটা অঙ্কের অর্থ উমাইয়াকে দিয়ে বেলাল (রা.)-কে তিনি তাঁর কাছ থেকে কিনে নিলেন। বেলাল (রা.) মুক্তি পেলেন দাসের জীবন থেকে।

আরও পড়ুনহজরত উমর (রা.) ছিলেন সুশিক্ষিত সাহাবি০৩ মে ২০২৩

বদর, উহুদ, খন্দক যুদ্ধসহ সব সামরিক অভিযানেই হজরত বেলাল (রা.)  অংশ নিয়েছিলেন। বদর যুদ্ধের ময়দানে কুরাইশদের পক্ষে ছিলেন হজরত বেলাল (রা.)–এর একসময়ের মনিব অত্যাচারী অবিশ্বাসী উমাইয়া ইবনে খালফ। সে যুদ্ধে বেলাল (রা.)–এর তরবারির আঘাতে তাঁর মৃত্যু হয়। এভাবে এক সময়কার ক্রীতদাস বেলাল (রা.)–এর হাতে প্রাণ হারান তাঁর পুরোনো নির্যাতনকারী মনিব।

আরও পড়ুনঋণ থেকে মুক্তির জন্য যে আমল করবেন০৩ জানুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হজরত ব ল ল ইসল ম

এছাড়াও পড়ুন:

সৌদি আরব থেকে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার ফেনী পৌরসভা কাউন্সিলর খালেদ

ফেনীতে জুলাই অভ্যুত্থানে গত ৪ আগস্ট ছাত্র হত্যা মামলার পলাতক আসামি ও ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর খালেদ খানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে ফেনীর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার দুপুরে সৌদি আরব থেকে ঢাকা ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা-পুলিশ।

গ্রেপ্তার খালেদ খান ফেনী শহরের ১০ নম্বর ওয়ার্ড পাঠানবাড়ি এলাকার সেলিম খানের ছেলে। পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকার শিক্ষার্থী ওয়াকিল আহমেদ। ওই ঘটনায় তাঁর মা মাহফুজা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। ওই মামলার ১৩০ নম্বর আসামি সাবেক কাউন্সিলর খালেদ খান।

সরকার পরিবর্তনের পর সৌদি আরব যান খালেদ খান। সোমবার দুপুরে তিনি সৌদি আরব থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর ফেনী পুলিশের একটি দল আজ মঙ্গলবার ভোরে তাঁকে ফেনী থানায় নিয়ে আসে।  

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে আসামি খালেদ খানের বিরুদ্ধে একটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলার তথ্য পাওয়া গেছে। বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, গ্রেপ্তার খালেদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

সম্পর্কিত নিবন্ধ

  • শীতল অগ্নি
  • প্রতিমা মাত্র
  • সৌদি আরব থেকে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার ফেনী পৌরসভা কাউন্সিলর খালেদ