রমজানের সাহ্রি ও ইফতারের সময়সূচি ২০২৫
Published: 23rd, February 2025 GMT
ঢাকার সাহ্রি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখার উপর নির্ভর করবে এ সময়সূচি। ২ মার্চ প্রথম রোজার সাহ্রির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট ও ইফতারির সময় ৬টা ২ মিনিট।
ইসলামিক ফাউন্ডেশন আরও জানায়, দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ করে অথবা ৯ মিনিট বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সাহ্রি ও ইফতার করবেন।
রোজার নিয়ত ইফতারের দোয়া সাহ্রি ও ইফতারের সময়সূচি দেখুন এখানে সাহ্রির ফজিলত ও বরকত ইফতারের ফজিলত ও বরকত* চাঁদ দেখার উপর নির্ভরশীল।
সূত্র: ইসলামিক ফাউন্ডেশন
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এডুকো শিক্ষা মেলা ২০২৫ অনুষ্ঠিত
রাজধানী ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে শনিবার অনুষ্ঠিত হয়েছে এডুকো শিক্ষা মেলা ২০২৫। এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ১০০টি দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন। এখানে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, ভর্তি, বৃত্তি ও পরামর্শ গ্রহণের সুযোগ পান।
এডুকো এডুকেশন এক্সপো ২০২৫ নামের এ মেলার আয়োজক এডুকো পাথওয়েজ বাংলাদেশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এ আয়োজন শিক্ষার্থী ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সরাসরি নেটওয়ার্ক গড়ার এক দুর্লভ সুযোগ সৃষ্টি করেছে। এতে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে একাডেমিক প্রোগ্রাম, বৃত্তি ও ক্যাম্পাস–জীবনের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
এডুকো পাথওয়েজ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থমাস পঙ্কজ গোমেজ বলেন, ‘একই মঞ্চে বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমাগম আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের লক্ষ্যই হলো শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষাকে সহজলভ্য করা এবং তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করা। ভবিষ্যতেও আমরা এ ধরনের সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এ আয়োজন ছিল বিনা মূল্যে ও সবার জন্য উন্মুক্ত, যাতে শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাঁদের উচ্চশিক্ষার পরিকল্পনাকে এগিয়ে নিতে পারেন।