ভারত-পাকিস্তানের ম্যাচ এখন আর ক্রিকেটের সেরা ব্যাটেল গুলোর একটি না। তবে এরপরও এই ম্যাচ ঘুরেই দুই ভাগে বিভক্ত হয়ে যায় ক্রিকেট বিশ্ব। বাণিজ্যিক দিক তো বটেই, উত্তাপ, আবেগ ও রোমাঞ্চ বিবেচনায় এখনও ভারত-পাকিস্তান ম্যাচ ‘ক্রিকেট ক্লাসিকোর’ মর্যাদা পায়। আজ দুপুর ৩টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে মুখোমুখি হওয়ার আগে দুই দল দাঁড়িয়ে দুই মেরুতে।

ভারতের ‘ঘোপে না টিকা’ নিরাপত্তার সংশয়ের কারণে তারা স্বাগতিক পাকিস্তানে গিয়ে খেলতে রাজি ছিল না। তাই হাইব্রিড মডেলে রোহিত শর্মাদের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে। বাংলাদেশের বিপক্ষে হেসে-খেলে জিতে শেষ চারের পথে অনেকটাই এগিয়ে টিম ব্লুজ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আজকের ম্যাচে জিতলেই সেমি ফাইনাল এক প্রকার নিশ্চিত হয়ে যাবে ভারতের।

অন্যদিকে ১৯ দিনের আইসিসি ট্রফির এবারের আয়োজক পাকিস্তানের বিদায় ঘন্টা বেজে যেতে পারে মাত্র ৫ দিনেই। ভারতের বিপক্ষে হারলেই আসর থেকে বিদায় ঘন্টা বেজে যাবে মোহাম্মদ রিজওয়ানদের।

আরো পড়ুন:

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের কোনো উত্তাপ টের পাচ্ছে না ভারত!

ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের প্রেরণা ২০১৭

এই মহারণের আগে দেখে নেয়া যাক কোন দল কোথায় এগিয়ে:

ভারতের ওপেনিং জুটি এগিয়ে আছে এই ম্যাচে। রোহিত, শুভমান গিল কেবল পাকিস্তানের তুলনায় না, বর্তমান ক্রিকেট বিশ্বের যে কোন দলের চেয়ে এগিয়ে।

মিডল অর্ডারের লড়াইটা হাড্ডাহাড্ডি। একদিকে শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল। অন্যদিকে রিজওয়ান, আগা সালমানই শেষ কিছুদিন যাবত টানছে পাকিস্তানকে। এই জায়গাতাতে নিঃসন্দেহে পাকিস্তান এগিয়ে থাকবে।

অলরাউন্ডারের দিকে তাকালে বর্তমান ভারত দল ক্রিকেট বিশ্বের বাকি দলগুলোর তুলনায় বেশ এগিয়ে। বিশেষ করে উপমহাদেশীয় কন্ডিশনে হার্দিক পান্ডিয়া, অক্ষর, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিন্টন সুন্দরদের নিয়ে গড়া টিম ব্লুজদের অলরাউন্ডাররা ব্যাটে-বলে বেশ এগিয়ে।

মোহাম্মদ শামি, হার্ষিত রানা এবং বাকি অলরাউন্ডারদের কল্যাণে বোলিংয়েও বেশি এগিয়ে ভারত। শাহীন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রাউফদের নিয়ে গড়া পাকিস্তানের বোলিং আক্রমণকে খাট করার সুযোগ নেই। তবে ম্যাচ পরিস্থিতি অনুমান, শৃঙ্খলা এবং ফিটনেস বিবেচনায় ভারতীয়রাই বেশি কার্যকরী।

সবশেষ ম্যাচ অ্যাওয়ারনেস বা পরিস্থিতি পর্যালোচনার দিকে নজর দিলেও নিঃসন্দেহে এগিয়ে থাকবে রোহিত-কোহলিরা।

এভাবে বেশির ভাগ বিভাগেই পিছিয়ে থেকে আজকের মহারণে নিজেদের অস্বস্তি রক্ষার মিশনে নামছে পাকিস্তান। তবে টিম গ্রীন একটা জায়গায় এগিয়ে। তারা যে বড্ড অঅনুমেয়। দেয়ালে পিঠ ঠেকলেই সেরাটা বের হয়ে আসে পাকিস্তানের। আজ কি আরও একবার তেমনটাই দেখবে ক্রিকেট বিশ্ব? জানতে চোখ রাখুন টিভি স্ক্রিনে।             

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

হাত জোড় করছি, ফিরিয়ে দিন সন্তানদের

‘কোনো মায়ের বুক যেন খালি না হয়। দোষ থাকলে, অন্যায় করলে উপযুক্ত শাস্তি দিন। তবু সন্তান হারানোর বেদনা যেন কারও বুকে না লাগে। আমি হাত জোড় করছি, আমাদের সন্তানদের ফিরিয়ে দিন।’

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এমন আকুতিই জানান অপহৃত দিব্যি চাকমার মা ভারতী দেওয়ান। বিজু উৎসব শেষে খাগড়াছড়ির কুকিছড়া থেকে ফেরার পথে গত বুধবার ভোর ৬টার দিকে পাহাড়ি পাঁচ শিক্ষার্থী অপহৃত হন। এ অপহরণের জন্য পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সশস্ত্র গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফকে (প্রসীত) দায়ী করছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপহৃতদের উদ্ধরে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

পিসিপির কেন্দ্রীয় শাখার সভাপতি নিপন ত্রিপুরা বৃহস্পতিবার সমকালকে বলেন, ‘আমরা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, ইউপিডিএফ অপহৃতদের অভিভাবকদের একটি স্থানে ডেকেছে। বিকেলে অভিভাবকরা সেখানকার উদ্দেশে রওনা হন। পরে আর তাদের সঙ্গে যোগাযোগ হয়নি।’ তিনি অবিলম্বে অপহৃতদের সুস্থ শরীরে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অন্বেষ চাকমা বলেন, অপহরণকারীরা সকালে একটি স্থানের নাম বলেছিল অভিভাবকদের। পরে পরিবর্তন করে আরেকটি স্থানে ডাকে। বিকেল থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না। ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। 

অপহৃতরা হলেন– চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও পিসিপির চবি শাখার সদস্য রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগের মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো। তাদের মধ্যে রিশন চাকমার বাড়ি রাঙামাটির জুরাছড়ির মৈদং ইউনিয়নের জামেরছড়িতে। লংঙি ম্রোর বাড়ি বান্দরবানের আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে; একই জেলায় বাড় অলড্রিন ত্রিপুরার; রাঙামাটির বরকল সদরের চাইল্যাতুলিতে দিব্যি চাকমা ও একই জেলার বাঘাইছড়ির বটতলায় মৈত্রীময় চাকমার।

এর আগে অপহৃত পাঁচ শিক্ষার্থী বিজু উৎসব উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে বেড়াতে যান। উৎসব শেষে গত মঙ্গলবার তারা চট্টগ্রামে ফেরার উদ্দেশ্যে বাঘাইছড়ি থেকে দীঘিনালা হয়ে খাগড়াছড়ি সদরে আসেন। সেখানে বাসের টিকিট না পাওয়ায় খাগড়াছড়ি শহর থেকে কিছুদূরে পানছড়ি সড়কের কুকিছড়ায় এক আত্মীয়ের বাড়িতে রাতযাপন করেন। গত বুধবার ভোরে কুকিছড়া থেকে অটোরিকশায় খাগড়াছড়ি সদরে আসার পথে গিরিফুল নামক জায়গায় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে। 

এ ঘটনায় তীব্র নিন্দা ও অপহৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত ১৮৩ আদিবাসী শিক্ষার্থী যৌথ বিবৃতি দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী ভুবন চাকমার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অপহৃত পাঁচ শিক্ষার্থী বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পথে অপহরণের শিকার হলেও তাদের খোঁজ এখনও পাওয়া যায়নি। সাধারণ শিক্ষার্থীদের এমন অপহরণের ঘটনা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে মানবাধিকারবিরোধী ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার পরিপন্থি। অপহৃতদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয় বিবৃতিতে।

ইতোমধ্যে অপহৃতদের উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে। গতকাল ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে সেনাসদর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, খাগড়াছড়ি থেকে অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। তাদের অবস্থান কিছুটা শনাক্ত করা গেছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, বিভিন্নভাবে জানার চেষ্টা করা হচ্ছে আসলে ঘটনাটি কী, কাদের হেফাজতে তারা রয়েছে। যৌথ অভিযানে উদ্ধারের চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ