আজও বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
Published: 23rd, February 2025 GMT
দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার বৃষ্টি হয়। এর মধ্যে বেশি বৃষ্টি হয়েছে ঢাকার কাছের মানিকগঞ্জের আরিচায়। রাজধানীতেও আট মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল বৃষ্টি হওয়ায় আজ দেশের অনেক স্থানে তাপমাত্রা কিছুটা কমে এসেছে। তবে আগামীকাল থেকেই তা আবার বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সেই ডিসেম্বর মাস থেকেই বৃষ্টি প্রায় নেই বললেই চলে। রাজধানীতে আগের মতোই এবারও বৃষ্টি কম। এর মধ্যে হঠাৎ বৃষ্টি কেন? আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, পশ্চিম বায়ুপ্রবাহের সঙ্গে দক্ষিণ–পশ্চিম দিক থেকে আসা জলীয় বাষ্পসমৃদ্ধ বায়ুর সঙ্গে একধরনের ধাক্কায় এ বৃষ্টি হচ্ছে। এ সময় এমনটাই হয়। আর এর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় মানিকগঞ্জের আরিচায়, ৪৭ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয় আট মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। দেখা গেছে, গতকাল এর মধ্যে ১১টি স্টেশনে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আজ প্রথম আলোকে বলেন, আজ দেশের আট বিভাগের দুয়েক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে রংপুর বিভাগের কিছু স্থানে বৃষ্টি হয়েছে। রাজধানী বা এর আশপাশেও বৃষ্টির সম্ভাবনা আছে।
এদিকে বৃষ্টির পর আজ রাজধানীর তাপমাত্রা সামান্য কমেছে। আজ এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে বেড়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স লস য় স আজ দ শ র গতক ল
এছাড়াও পড়ুন:
বাটলারের দরজা সাবিনাদের জন্য খোলাই আছে
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এর আগে আজ বাফুফেতে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতির পাশাপাশি নারী ফুটবলের সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন কোচ পিটার বাটলার।
যেখানে জাতীয় দলের নতুন অধিনায়ক আফঈদা খন্দকারের প্রশংসা করে তাঁকেই দীর্ঘ সময়ের জন্য নেতৃত্বের ভূমিকায় দেখার ইচ্ছার কথা বলেন এই ইংলিশ কোচ।
সর্বশেষ জাতীয় দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। তাঁর নেতৃত্বে টানা দুবার নারী সাফ জেতে বাংলাদেশ। কিন্তু বাটলারের সঙ্গে বিদ্রোহের ঘোষণা দেওয়া ১৮ ফুটবলারের নেতৃত্বে ছিলেন সাবিনা। বিদ্রোহী সেই ১৮ জনের কাউকেই আরব আমিরাত সফরের দলে রাখেননি বাটলার। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন আফঈদা। তাঁকে নিয়ে বাটলার বলেন, ‘এটা পুরোপুরি নতুন একটা দল। আমরা নতুন একজন অধিনায়ক (আফঈদা) পেয়েছি৷ আমি মনে করি, সে দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে এবং বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সব ধরনের গুণ তার আছে।’
সংযুক্ত আরব আমিরাত সফরের বাংলাদেশ নারী ফুটবল দল