অনুষ্ঠান

বিশ্ব মঞ্চে বাংলা ভাষা ও সংস্কৃতি তুলে ধরতে দুবাইর বাংলাদেশ কনস্যুলেটে ব্যাতিক্রমী বহুভাষী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ৫টি দেশের কনস্যুলেট অংশগ্রহণ করে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে বাংলা ভাষার পাশাপাশি মিসর, ইন্দোনেশিয়া, ফিলিপিনো,দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা কনস্যুলেট তাদের মাতৃভাষার গান, কবিতা, নৃত্য এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

বাংলাদেশের কনস্যুলেট জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন, “বাংলা ভাষাকে বিশ্ব দরবারে আরও প্রসারিত করতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি কূটনীতিক সম্পর্ক বাড়বে। এই অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের জন্য মাতৃভাষা এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশেরও একটি সুযোগ করে দিয়েছে।”

সাধারণ প্রবাসীরা বলছেন, ব্যক্তিকেন্দ্রিক ও দলীয়করণের বাইরে গিয়ে বহুদিন পর কনস্যুলেটে দেশ ও দেশের সংস্কৃতি তুলে ধরাকে ইতিবাচক হিসেবে দেখছেন।

প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের উপস্থিতিও লক্ষ্য করা যায়৷ তারা বলছেন, বিদেশে পড়ালেখা করলেও দেশীয় ভাষা ও সংস্কৃতি চর্চা করতে তারা ভালোবাসেন৷

ঢাকা/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কনস য ল ট অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে না'গঞ্জে ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ 

পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষ ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে  নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও  যুব ঐক্য পরিষদ।

শুক্রবার (২৮ মার্চ ) বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ মহানগরের শীতলক্ষ্যা শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গনে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে ও  জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন  দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার ও প্রভাত সমাজ কল্যাণের সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম আরিফ মিহির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থগারের সাবেক লাইব্রেরিয়ান এম এম মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, অস্টিলিয়ান প্রবাসী মোঃ কবীর হোসেন, শীতলক্ষ্যা মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র সাহা। 

আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, যুগ্ম সাধারন সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, কোষাধ্যক্ষ পিন্টু রায়, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি হরি সাহা, সাধারণ সম্পাদক সুজন দাস,  মহানগর  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বিকাশ সাহা, সাংগঠনিক সম্পাদক অরুন দেবনাথ, বিপ্লব কুন্ডু, মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার,সহ সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, অজয় সূত্রধর, তপন ধর, যুব বিষয়ক সম্পাদক সুব্রত সাহা, প্রকাশনা সম্পাদক সত্যরঞ্জন দেবনাথ,  ১৩ নং ওয়ার্ড সভাপতি কৃষ্ণপদ মজুমদার, প্রচার সম্পাদক জয়ন্ত কুমার সাহা পিংকু, সম্পাদকমন্ডলীর সদস্য গৌতম দত্ত,প্রবাস বিশ্বাস, বন্দর  যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ,রাজীব দাস,বলাই ঘোষ,শান্তমনি দাসসহ নেতৃবৃন্দ। 

নেতৃবৃন্দ  নারায়ণগঞ্জ মহানগরের ৩০০ জন অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করেন।  

উল্লেখ্য যে, গত ১৮ মার্চ হতে ২১ মার্চ পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্রমান মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন ঐক্য পরিষদের সদস্যবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • কড়া নাড়ছে ঈদ, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা
  • ৯ দিনের ছুটিতে দেখুন এই ৯ সিনেমা-সিরিজ
  • ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানজট নেই, তবে আছে ধীরগতি
  • পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে না'গঞ্জে ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ 
  • ঈদযাত্রায় চাপ বেড়েছে আকাশপথেও, টিকিটের দাম দ্বিগুণ
  • ব্যাংককে অন্যান্য দেশের নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে: ভারতের পররাষ্ট্রসচিব
  • যমুনা নদীতে বারুণীর স্নানে পুণ্যার্থীর ঢল
  • বেরোবিতে হঠাৎ আবাসিক হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
  • স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগরী জামায়াতের আলোচনা সভা