মেসি ম্যাজিকে মান বাঁচল মায়ামির
Published: 23rd, February 2025 GMT
শেষ মুহূর্তে লিওনেল মেসির তৈরি করে দেওয়া গোলে ড্র নিয়ে নতুন মৌসুম শুরু করল ইন্টার মায়ামি। যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে মেসির দুর্দান্ত অ্যাসিস্ট থেকে তালেকসকো সেগোভিয়া গোল করলে ২-২ সমতায় ম্যাচ শেষ হয়। ফলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের মাচেরানোর শিষ্যরা।
বাংলাদেশ সময় আজ সকালে নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। ম্যাচের ৫ মিনিটেই মেসির পাস থেকে গোল করেন তরুণ আর্জেন্টাইন ডিফেন্ডার তমাস আভিলেস। তবে ১৮ মিনিটে লাল কার্ড দেখে দলকে চাপে ফেলে দেন তিনিই। ১০ জনের দল হয়ে যাওয়া মায়ামির বিপক্ষে ২৬ মিনিটে সমতা ফেরায় নিউইয়র্ক সিটি, গোল করেন মিতিয়া ইলেনিচ।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে আলোনসো মার্তিনেজের গোলে এগিয়ে যায় নিউইয়র্ক। ম্যাচ যখন প্রায় শেষের দিকে, তখনই মায়ামির জন্য আশার আলো দেখান মেসি। যোগ করা সময়ের নবম মিনিটে মাঝমাঠ থেকে ড্রিবল করে সামনে এগিয়ে যান তিনি এবং দারুণ এক পাস বাড়ান সেগোভিয়াকে। ভেনেজুয়েলান মিডফিল্ডার নিউইয়র্কের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়ান, সমতায় ফেরে মায়ামি। এতে নতুন মৌসুমের প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল তারা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইন ট র ম য ম ন উইয়র ক
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগের প্রয়াত নেতা নাসিমের ছেলের নামে নিউইয়র্কে ১৪ অ্যাপার্টমেন্ট, দুদকের মামলা
আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে আজ বৃহস্পতিবার তমালের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। দুদক বলছে, নিউইয়র্কের ওই ১৪টি অ্যাপার্টমেন্টের বাজারমূল্য প্রায় ৬৩ কোটি টাকা।
আরও পড়ুনতখন ‘সাহস’ পায়নি, এখন তৎপর দুদক০৭ সেপ্টেম্বর ২০২৪এর পাশাপাশি তমাল মনসুরের বিরুদ্ধে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩টি ব্যাংক হিসাবে ৩ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
তমাল মনসুর প্রয়াত মোহাম্মদ নাসিমের মেজ ছেলে, তিনি যুক্তরাষ্ট্রে থাকেন।
আরও পড়ুনমনসুর আলী মেডিকেলের নিয়ন্ত্রণ চান স্বাচিপ নেতা০২ জুলাই ২০২৪