শেষ মুহূর্তে লিওনেল মেসির তৈরি করে দেওয়া গোলে ড্র নিয়ে নতুন মৌসুম শুরু করল ইন্টার মায়ামি। যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে মেসির দুর্দান্ত অ্যাসিস্ট থেকে তালেকসকো সেগোভিয়া গোল করলে ২-২ সমতায় ম্যাচ শেষ হয়। ফলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের মাচেরানোর শিষ্যরা।

বাংলাদেশ সময় আজ সকালে নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। ম্যাচের ৫ মিনিটেই মেসির পাস থেকে গোল করেন তরুণ আর্জেন্টাইন ডিফেন্ডার তমাস আভিলেস। তবে ১৮ মিনিটে লাল কার্ড দেখে দলকে চাপে ফেলে দেন তিনিই। ১০ জনের দল হয়ে যাওয়া মায়ামির বিপক্ষে ২৬ মিনিটে সমতা ফেরায় নিউইয়র্ক সিটি, গোল করেন মিতিয়া ইলেনিচ।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে আলোনসো মার্তিনেজের গোলে এগিয়ে যায় নিউইয়র্ক। ম্যাচ যখন প্রায় শেষের দিকে, তখনই মায়ামির জন্য আশার আলো দেখান মেসি। যোগ করা সময়ের নবম মিনিটে মাঝমাঠ থেকে ড্রিবল করে সামনে এগিয়ে যান তিনি এবং দারুণ এক পাস বাড়ান সেগোভিয়াকে। ভেনেজুয়েলান মিডফিল্ডার নিউইয়র্কের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়ান, সমতায় ফেরে মায়ামি। এতে নতুন মৌসুমের প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল তারা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ট র ম য ম ন উইয়র ক

এছাড়াও পড়ুন:

‘হোম অ্যালোন’ সিনেমা থেকে ট্রাম্পের দৃশ্যটি বাদ দেওয়া হোক, বললেন নির্মাতা

১৯৯২ সালের ঘটনা। তখন ডোনাল্ড ট্রাম্পের নামের আগে ‘মার্কিন প্রেসিডেন্ট’ যুক্ত হয়নি। তিনি ছিলেন কেবলই একজন মার্কিন ব্যবসায়ী, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্লাজা হোটেলের মালিক। সে সময় ‘হোম অ্যালোন টু: লস্ট ইন নিউইয়র্ক’–এ অতিথি চরিত্রে অভিনয় করেছেন ডোনাল্ড ট্রাম্প।

তিন দশকেরও বেশি পুরোনো দৃশ্যটি আবারও আলোচনায় এসেছে। অনেকে সিরিজটি থেকে সাত সেকেন্ডের দৃশ্যটি ফেলে দেওয়ার দাবি তুলেছেন। বিষয়টি নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন নির্মাতা ক্রিস কলম্বাস। সান ফ্রান্সিসকো ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনিও চান, দৃশ্যটি বাদ দেওয়া হোক।

এর পরিণতি নিয়েও ওয়াকিবহাল ক্রিস কলম্বাস। মজার ছলে বলেন, ‘আমি দৃশ্যটি কর্তন করতে পারব না। যদি কর্তন করি তাহলে সম্ভবত দেশ থেকে বের করে দেওয়া হবে। হয়তো আমাকে ইতালি কিংবা অন্য কোথাও যেতে হবে।’

কী আছে সেই দৃশ্যে

নিউইয়র্কের প্লাজা হোটেলের সামনে ছবির একটা বড় অংশের শুটিং হয়েছে প্লাজা হোটেলে। আর সেখানে একটি দৃশ্যে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে। ছবিতে তিনি নিজের ভূমিকায় অভিনয় করেছেন।

ছবিতে দেখা গেছে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট তখন মূল চরিত্র কেভিনকে প্লাজা হোটেলের লবির দিকে পথ চিনিয়ে নিয়ে গেছেন। ২০১৯ সালে এক ভাষণে ট্রাম্প বলেন, ‘হোম অ্যালোন টু’ ছবিতে তাঁকে যেভাবে দেখা গেছে, তাতে তিনি অত্যন্ত গর্বিত।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তখন আমি তরুণ ছিলাম। আর ছবিটা অভাবনীয় হিট হয়। এখনো বড়দিনের সবচেয়ে সফল ছবিগুলোর একটি (হোম অ্যালোন টু)। এই ছবির সঙ্গে আমার সংশ্লিষ্টতা আমার জন্য অত্যন্ত গর্বের।’

এই ছবির মূল চরিত্র কেভিন নামের এক শিশু। বড় পর্দায় সেই চরিত্রকে রূপ দেন ম্যাকলি কালকিন। সে মা-বাবাকে হারিয়ে ফেলে। তারপর হন্যে হয়ে খুঁজতে থাকে হোটেলে। তখন সে ওভারকোট আর লাল টাই পরা এক ভদ্রলোককে জিজ্ঞেস করে, হোটেলের লবি কোথায়। তখন সেই মানুষটি কেভিনকে বলেন, ‘নিচে যাও, তারপর বাঁ দিকে।’ ছবির সেই লোকটা ডোনাল্ড ট্রাম্প।
ক্রিস কলম্বাস পরিচালিত ‘হোম অ্যালোন টু’ ছবি বানাতে খরচ হয়েছে ২৩ কোটি ৭৪ লাখ টাকা। আর ১৯৯২ সালের বড়দিন উপলক্ষে মুক্তির পর ছবিটি আয় করেছে প্রায় ৩০৫ কোটি টাকা।

আরও পড়ুনঅভিনয় করে অত্যন্ত গর্বিত: ডোনাল্ড ট্রাম্প২৬ ডিসেম্বর ২০১৯

সম্পর্কিত নিবন্ধ

  • ‘হোম অ্যালোন’ সিনেমা থেকে ট্রাম্পের দৃশ্যটি বাদ দেওয়া হোক, বললেন নির্মাতা